মাত্র ৫ মাসে কোরআনের হাফেজ হলেন স্কুলছাত্রী নাদিয়া

স্কুলছাত্রী নাদিয়া সুলতানা আজিজা
স্কুলছাত্রী নাদিয়া সুলতানা আজিজা  © সংগৃহীত

মাত্র পাঁচ মাসের মধ্যে পবিত্র কোরআন মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছেন স্কুলছাত্রী নাদিয়া সুলতানা আজিজা। করোনার সময় অবসরকে কাজে লাগিয়ে সে কোরআন হিফজ করে। আজিজা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব ইলশা গ্রামের মাওলানা নুরুন্নবী আজিজীর মেয়ে। সে দারুল কারিম মাদরাসার মহিলা হিফজখানার ছাত্রী। সে বাঁশখালী পৌরসভার দারুল কারিম মহিলা মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করেছে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, নাদিয়া একজন স্কুলছাত্রী। সে রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ে। করোনা মহামারির কারণে স্কুল বন্ধ হয়ে গেলে নাদিয়ার বাবা তাকে দারুল কারিম মাদরাসায় ভর্তি করিয়ে দেন। গত বছরের অক্টোবর মাসে হিফজখানায় ভর্তি হওয়ার পর স্বল্প সময়ে নাজেরা শেষ করে। এরপর চলতি বছরের ৩০ মে তার হিফজের সবক শুরু হয়। মোট পাঁচ মাস (১৫০ দিন) তার হিফজ সম্পন্ন হয়।

এবিষয় মাদরাসা কর্তৃপক্ষ জানায়, করোনাকালীন স্কুল বন্ধ থাকায় নাদিয়া সুলতানা আজিজা স্কুল থেকে এসে মাত্র পাঁচ মাসে হিফজ সম্পন্ন করেছে। ১ নভেম্বর (সোমবার) তার হিফজের সবক সম্পন্ন হয়। পাঁচ মাস আগে বিগত ৩০ মে তার হিফজের সবক শুরু হয়েছিল। ১১ বছরের শিশু নাদিয়া স্কুলে এবার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

মাদরাসা কর্তৃপক্ষ বলেন, মাত্র পাঁচ মাসে একজন স্কুলছাত্রী কোরআন হিফজ করার বিরল কৃতিত্ব অনেকের হৃদয়ে নাড়া দেবে। অনেকে সন্তানকে কোরআন হিফজ করতে উৎসাহ বোধ করবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence