৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

০৯ অক্টোবর ২০২১, ০৩:৪৪ PM
অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম মোঃ সুমন খান

অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম মোঃ সুমন খান © সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী (১০)কে ধর্ষণের চেষ্টার অভিযোগে উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম মোঃ সুমন খান (২৮)। এ ঘটনায় শনিবার (৯ অক্টোবর) মির্জাগঞ্জ থানায় মামলা করেছে শিশু টির মা।

ছাত্রলীগ নেতার নাম মোঃ সুমন খান উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক ও ভয়াং গ্রামের আজিজ খানের ছেলে।

মামলা সূত্র থেকে জানা গেছে, শিশু শিক্ষার্থী উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের আসলাম সরদারের মেয়ে ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। গত ৮ই অক্টোবর শুক্রবার শিশুটি ভয়াং বাজারের তার খালা কমলা বেগমের বাড়ি বেড়াতে যায়। দুপুরের দিকে সুমন ওই ঘরে গেলে শিশুটিকে জিজ্ঞেস করে তোমার খালা কোথায়? শিশুটি বলে খালা একটু নানা বাড়িতে গেছে। তখন সুমন শিশুটির কাছে পান চায়। পান নিয়ে আসলে জোর করে ধর্ষণের চেষ্টা চালায়।

এসময় শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে। লোকজনের টের পেয়ে সুমন পালিয়ে যায়।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন তালুকদার বলেন, মামলটি রুজ করে আদালতে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

চীনের সঙ্গে যুক্তরাজ্যের চুক্তিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বললেন …
  • ৩০ জানুয়ারি ২০২৬
ফেনী যাচ্ছেন জামায়াত আমির, পাইলট মাঠে জনস্রোত
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভর্তিচ্ছুদের পদচারণায় মুখরিত লাল মাটির ক্যাম্পাস
  • ৩০ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে ১৯৭টি ভোটকেন্দ্র অতিগুরুত্বপূর্ণ, ভোটারদের মধ্যে…
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ধানের শীষ প্রার্থীর সমর্থক…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সুখবর পেলেন বিএনপির এক নেতা
  • ৩০ জানুয়ারি ২০২৬