বার্গার খাওয়ার সময় শ্বাসনালীতে মাংস আটকে শিক্ষার্থীর মৃত্যু

আবদুল্লাহ আল মামুন
আবদুল্লাহ আল মামুন  © সংগৃহীত

চিকেন বার্গার খাওয়ার সময় শ্বাসনালীতে মাংস আটকে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৩ অক্টোবর) নড়াইলের লোহাগড়া উপজেলা বাজারে এই ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন (৯)। সে লক্ষীপাশা এলাকার রাশেদ খন্দকার জুনায়েতের ছেলে। স্থানী আরএলপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল মামুন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলম জানান, রোববার লোহাগড়া বাজারের একটি ফাস্টফুডের দোকানে মামুন চিকেন বার্গার খাচ্ছিলো। এসময় তার গলায় মাংস বেঁধে যায়। স্থানীয় লোকজন তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।


সর্বশেষ সংবাদ