ইভ্যালিতে যমুনা গ্রুপের বিনিয়োগে অনিশ্চয়তা

২৭ আগস্ট ২০২১, ১২:২৮ AM
ই-ভ্যালি ও যমুনা গ্রুপ

ই-ভ্যালি ও যমুনা গ্রুপ © লোগো

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে বিনিয়োগের সিদ্ধান্তের বিষয়ে পুনরায় বিবেচনা করছে শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ যমুনা। বাজারে ইভ্যালির বর্তমান অবস্থান ভালো না হওয়ায় বিনিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আপাতত ইভ্যালিকে কোনো টাকা বিনিয়োগ করছে না যমুনা গ্রুপ। বৃহস্পতিবার (২৬ আগস্ট) যমুনা গ্রুপের মার্কেটিং, সেলস এন্ড অপারেশনসের পরিচালক ড. মো. আলমগীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জরুরি ঘোষণা উল্লেখ করে  মো. আলমগীর আলম একটি স্ট্যাটাসে বিষয়টি প্রকাশ করেন। তিনি জানান, 'ইভ্যালিতে যমুনা গ্রুপের বিনিয়োগের পূর্বে ইভ্যালির গ্রাহকদের ও পণ্য সরবরাহকারীদের পাওনা বা দায় দেনা নির্ধারণের লক্ষ্যে যমুনা গ্রুপের উদ্যোগে অডিট চলছে। যেহেতু এখনো অডিট কার্যক্রম শেষ হয়নি ও অডিটের চূড়ান্ত রিপোর্ট যমুনা গ্রুপের হাতে এখনো আসেনি তাই ইভ্যালিতে বিনিয়োগের বিষয়ে যমুনা গ্রুপ এখনো চূড়ান্ত কোনো অফিশিয়াল স্টেটমেন্ট দিতে প্রস্তুত নয়। অডিট শেষ হলে যথাসময়ে যমুনা গ্রুপ তার বিনিয়োগের সিদ্ধান্ত ও বিস্তারিত কর্মপদ্ধতি মিডিয়ার সামনে প্রকাশ করবে।'

এর আগে যমুনা গ্রুপ ইভ্যালিতে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চেয়েছিল। প্রাথমিকভাবে ২০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনাও ছিল। বর্তমানে নানা সমস্যায় থাকায় এই ই-কমার্স প্রতিষ্ঠানটির ৫১ শতাংশ শেয়ারও কিনতে চেয়েছিল যমুনা গ্রুপ।

কিন্তু এক সূত্রে জানা গেছে, যমুনা গ্রুপ এসব পরিকল্পনা থেকে সরে এসেছে। যমুনা গ্রুপ নিজস্ব ই-কমার্স কোম্পানি নিয়ে আসছে। আর আনুষ্ঠানিক উদ্বোধনের দিন ইভ্যালির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানানো হবে।

এ বিষয়ে যমুনা গ্রুপের কমার্শিয়াল ডিরেক্টর শামসুল হাসান বলেন, ইভ্যালিতে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করার চিন্তা করেছিলাম, যেখানে ২০০ কোটি টাকা করেছি। কিন্তু পরে আমরা তাদের কাছে সব ডকুমেন্ট চেয়েছিলাম কিন্তু তাদের যেসব হিসাব তা বুঝা মুশকিল। তাদের ৩০ টাকায় জিনিস কিনে ১৫ টাকায় বিক্রি করা কীভাবে সম্ভব এটা আমাদের মাথায় আসে না। যমুনা গ্রুপ ব্যবসায়ী কিন্তু তাদের হিসাব আমরা বুঝি না। পাবলিক ঠকানোর ব্যবসার সঙ্গে যমুনা গ্রুপ যায় না, পাবলিক ঠকানোয় যমুনা গ্রুপ বিশ্বাস করে না।

তিনি বলেন, যেসব কোম্পানির অস্তিত্ব নেই, ফলসের (মিথ্যা) ওপর ব্যবসা করে তাদের চেয়ে বেটার ব্যবসা ই-কমার্স ফরমেটে আমরা নিজেরাই করতে পারি। সেটা যমুনা মার্ট বা হোলসেল মার্ট হতে পারে। তাদের সঙ্গে ব্যবসা করার ইচ্ছা কখনই ছিল না। আমরা চিন্তা করছিলাম, কোম্পানিটি ভালো হলে আমরা কিনে নেব। পরে তাদের রেপুটেশন দেখলাম তাতে কোম্পানিটি কেনার মতো না। তারপরও আমরা তাদের ওখানে অডিট করাবো, এরপর বিষয়টা জানাব।

গত ২৭ জুলাই ইভ্যালির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, যমুনা গ্রুপ ইভ্যালিতে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে।

তবে ইভ্যালি থেকে যমুনা গ্রুপের মুখ ফিরিয়ে নেওয়ার বিষয়ে ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে হোয়াটসঅ্যাপে রিং হলেও তিনি রিসিভ করেননি।

ট্যাগ: ইভ্যালি
অল্পতেই থামল ঢাকা ক্যাপিটালস, রিপনের হ্যাটট্রিক
  • ১২ জানুয়ারি ২০২৬
দেশপ্রেমিক শক্তির বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে: মির্জা আ…
  • ১২ জানুয়ারি ২০২৬
শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরির চুক্তির অনুমতি দিল মন্ত্রণালয়
  • ১২ জানুয়ারি ২০২৬
নিকাব নিয়ে বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদ মহিলা জামায়াতের
  • ১২ জানুয়ারি ২০২৬
মনোনয়নপত্র জমা দেওয়ার পথ খুলল হিরো আলমের
  • ১২ জানুয়ারি ২০২৬
ফের জবি শিবিরের সভাপতি-সেক্রেটারি হলেন জকসুর ভিপি-জিএস
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9