নির্বাচনের তারিখ ঠিক করতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বসছে ইসি

নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হবে
নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হবে  © ফাইল ফটো

আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদের উপ-নির্বাচনসহ স্থানীয় সরকারগুলোর সব নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। এজন্য সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এক আলোচনা সভায় ভোটের দিন চূড়ান্ত করা হবে।

আগামীকাল বৃহস্পতিবার (২৬ আগস্ট) নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বেলা ১১টায় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য ইসির পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে চিঠি দেওয়া হয়েছে।

দেশের প্রায় চার হাজার ইউনিয়ন পরিষদ (ইউপি), নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ বেশ কিছু নির্বাচনের উপযুক্ত সময় খুঁজে বের করতে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে এ আলোচনার আয়োজন করা হয়েছে।

ইসির চিঠিতে বলা হয়েছে, দেশব্যাপী ইউপির সাধারণ নির্বাচন, কয়েকটি পৌরসভার সাধারণ নির্বাচন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ও জাতীয় সংসদের শূন্য আসনের উপ-নির্বাচনের তারিখ নিরূপণে বিভিন্ন পাবলিক পরীক্ষার নির্ধারিত/সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনার জন্য ইসি সচিবের সভাপতিত্বে ২৬ আগস্ট সকাল ১১টায় একটি সভা অনুষ্ঠিত হবে। দেশের প্রায় চার হাজার ইউনিয়ন পরিষদ (ইউপি), নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ বেশ কিছু নির্বাচনের উপযুক্ত সময় খুঁজে বের করতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে করবে নির্বাচন কমিশন।

বর্তমানে কুমিল্লা-৭ আসনটি শূন্য অবস্থায় রয়েছে। এছাড়া ইউপির পাঁচ ধাপের ভোট, নয়টি পৌরসভার ভোট, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। সেই সঙ্গে বেশ কিছু স্থানীয় সরকারের উপ-নির্বাচনও করতে হবে ইসিকে।


সর্বশেষ সংবাদ