কানে হেডফোন লাগিয়ে পড়াশোনা, বিস্ফোরণে শিক্ষার্থীর মৃত্যু
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৮ আগস্ট ২০২১, ১২:২৯ AM , আপডেট: ০৮ আগস্ট ২০২১, ১২:২৯ AM
কানে ব্লুটুথ হেডফোন লাগিয়ে পড়াশোনা করার সময় বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক শিক্ষার্থীর। শুক্রবার (৬ আগস্ট) ভারতের রাজস্থান রাজ্যের জয়পুর শহরে এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।
পুলিশ বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছে, জয়পুরের উদয়পুরিয়া গ্রামে বাড়িতে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়াশোনা করছিলেন ২৮ বছর বয়সী রাকেশ কুমার নাগার।
ওই সময় চার্জে দেয়া ব্লুটুথ হেডফোন তার কানে ছিল। হঠাৎ হেডফোনটি বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত রাকেশ অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাকেশের মৃত্যু হয়।
দুই কানেই বিস্ফোরণে রাকেশ গুরুতর আহত হন বলে জানায় পুলিশ। জয়পুরের সিদ্ধিবিনায়ক হাসপাতালের চিকিৎসক এল এন রুনদলা জানান, রাকেশকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসা চলা অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, সম্ভবত হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাকেশের মৃত্যু হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রাকেশের বিয়ে হয়। ভাইবোনদের মধ্যে তিনি সবার বড়।