রাজশাহীতে ‘ভুল কেন্দ্রে’ টিকা নিতে হাজার মানুষের ভিড়

০৭ আগস্ট ২০২১, ০৩:১৭ PM
রাজশাহীর টিচার্স ট্রেনিং কলেজে (টিটিসি) কেন্দ্রে টিকা নিতে ভীড়

রাজশাহীর টিচার্স ট্রেনিং কলেজে (টিটিসি) কেন্দ্রে টিকা নিতে ভীড় © ছবি : সংগৃহীত

রাজশাহী সিটি করপোরেশনে (রসিক) ৮৪ কেন্দ্রে চলছে টিকা কর্মসূচি। তবে নগরীর অধিকাংশ মানুষ ভুলবশত টিকা নিতে ভিড় করেছেন রাজশাহীর টিচার্স ট্রেনিং কলেজে (টিটিসি) কেন্দ্রে।

শনিবার (৭ অগাস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে টিটিসিতে সরেজমিনে দেখা যায়, টিকা নিতে হাজারও মানুষ ভিড় করেছে এ কেন্দ্রে। ভিড় ও ভাপসা গরমে অনেকেই চাপা ক্ষোভ প্রকাশ করছেন।

টিকা নিতে আসা মাসুদ রানা নামের এক যুবক জানান, সকাল ৯টা থেকে কেন্দ্রে দাঁড়িয়ে আছি। তারপরও কোনো কিছুর পাত্তা নেই। শুনছি টিকা কর্মীরা চলে গেছেন।

এ বিষয়ে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ড. হাবিবুল আহসান তালুকদার বলেন, রাজশাহী সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে টিকা কর্মসূচি পালিত হচ্ছে। ঘোষণা সত্ত্বেও মানুষ না বুঝেই টিটিসি কেন্দ্রে ভিড় করছেন। এটা অনেকে না বুঝেই করছেন। যদিও এ নিয়ে রাজশাহীজুড়ে ব্যাপক প্রচার প্রচারণা হয়েছে। তারপরও ভুল কেন্দ্রে এসে হট্টগোল করছেন।

তিনি আরও বলেন, শুধু তাই নয় একদিন আগে থেকেই রাজশাহী জেলা প্রশাসন, রাসিক, রাজশাহী সিভিল সার্জন ও রাসিকে বিভিন্ন ওয়ার্ডে ঘোষণা হয়েছে ২৫ বছরের উপর যারা, তারাই টিকা নিতে পারবেন। এরপরও ২৫ বছরের কম বয়সী অনেকেই কেন্দ্রে এসেছেন টিকা নিতে।

এদিকে টিটিসিতে টিকা কর্মসূচির দায়িত্বে থাকা প্রশাসনের একাধিক ব্যক্তি জানান, সকাল ৯টার আগেই এখানে হাজারও মানুষের সমাগম শুরু হয়। তাই খুব অল্প সময়ের মধ্যেই কেন্দ্রের নির্ধারিত টিকা শেষ হয়ে যায়। এতে দায়িত্বরত স্বাস্থ্যকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চলে যান। পরবর্তীতে মানুষের উপস্থিতি ও চাহিদার বিষয়টি বিবেচনা করে আবারো টিকা পাঠানো হয়।

দেশের উচ্চশিক্ষা পদ্ধতির ভবিষ্যৎ নিয়ে জরিপ করছে জাতীয় বিশ্ব…
  • ২৫ জানুয়ারি ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ, নেপথ্যে যা যা ঘটল
  • ২৫ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে বিএনপির সমাবেশে ধানের তৈরি জামা পরে এলেন দুই কৃষক
  • ২৫ জানুয়ারি ২০২৬
সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চাকরি, পদ ৪৭, চলছে আবেদন
  • ২৫ জানুয়ারি ২০২৬
নওগাঁয় আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, অপহৃত চালক…
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেওয়া নিয়ে বিশ্ব ক্রিকেটার্স অ্যাস…
  • ২৫ জানুয়ারি ২০২৬