মানুষের স্বাস্থ্য নিয়ে বিএনপির কোনো চিন্তা নেই: তথ্যমন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ জুলাই ২০২১, ০৪:৩১ PM , আপডেট: ০৪ জুলাই ২০২১, ০৪:৩১ PM
বিএনপির সমালোচনা করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এদেশের মানুষের স্বাস্থ্য নিয়ে বিএনপির কোনো চিন্তা নেই। তারা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে।
আজ রবিবার (০৪ জুলাই) ধানমন্ডি দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, করোনাকালে বিএনপির নেতারা জনগণের পাশে দাঁড়ায়নি। আওয়ামী লীগের পক্ষ থেকে ২ কোটি পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। আর কোনো রাজনৈতিক দলও এটা করেনি।
তিনি বলেন, জনগণের পাশে থাকতে গিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ৫ নেতা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। কেন্দ্রীয় কমিটির বেশিরভাগ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। অনেকে একাধিকবার আক্রান্ত হয়েছেন।
মন্ত্রী বলেন, বিএনপি নেতারা এখন শুধু খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কথা বলছেন। খালেদা জিয়াকে বিদেশ পাঠানো নিয়ে কথা বলছে। দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে তাদের কোনো চিন্তা আছে বলে মনে হয় না। আওয়ামী লীগ থেকে অনেক রাজনৈতিক দলের শেখা উচিত, বলের আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।