৩০ জুন পর্যন্ত ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধ থাকবে

বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত
বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত  © ফাইল ফটো

করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরেক দফায় বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ জুন স্থলসীমান্ত বন্ধ থাকবে। এর ফলে দেশে প্রথমবারের মতো টানা ১৬ দিনের জন্য ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেয়া হলো।

রোববার (১৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের  সচিব মাশফি বিনতে সামস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশে করোনার ভারতীয় ধরণ ছড়িয়ে পড়া রোধ ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ ১৬ দিন বাড়ানো হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত স্থলসীমান্ত বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, আপাতত আমরা চাপাইনবাবগঞ্জের সোনামুখী সীমান্ত দিয়ে বাংলাদেশীদের প্রবেশ বন্ধ রেখেছি। তবে অন্য সীমান্ত দিয়ে শর্ত মেনে তারা দেশে প্রবেশ করতে পারবেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!