বাংলা একাডেমি প্রাঙ্গণে কবি হাবিবুল্লাহ সিরাজীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন

হাবীবুল্লাহ সিরাজীর মরদেহে শ্রদ্ধা নিবেদন করছেন ঢাবি উপাচার্য
হাবীবুল্লাহ সিরাজীর মরদেহে শ্রদ্ধা নিবেদন করছেন ঢাবি উপাচার্য   © টিডিসি ফটো

বাংলা একাডেমি প্রাঙ্গণে একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন স্তরের মানুষ।  বুধবার (২৫মে) সকাল ৯টা ৫০ মিনিটে তাঁর মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলা একাডেমি নজরুল মঞ্চে এনে রাখা হয়। 

এসময় শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী লীগ, সাংস্কৃতিক মন্ত্রণালয়, বাংলা একাডেমি, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (প্রসাশন) ড. মুহাম্মদ সামাদ, জাতীয় কবিতা পরিষদসহ বিভিন্ন স্তরের মানুষজন। 

সকাল দশটায় নজরুল মঞ্চের সামনে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত। 

শ্রদ্ধা নিবেদন ও জানাজা শেষে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, তিনি অত্যন্ত দক্ষতার সাথে বাংলা একাডেমি পরিচালনা করেছেন। হাবিবুল্লাহ সিরাজী হারিয়ে যাওয়াতে তার শূণ্যস্থান পূরণ সত্যিই কঠিন হয়ে যাবে। তার হারিয়ে যাওয়ার পর আমাদের মাথার মধ্যে ঘুরছে কে হতে পারে তার স্থলাভিষিক্ত। আমি এখনো সেরকম কাউকে খোঁজে পাইনি। এ শোকের বার্তা আর ভালো লাগে না। এবারের বইমেলা প্রায় হচ্ছিলই না। কিন্তু হাবিবুল্লাহ সিরাজীর একক ঐকান্তিক প্রচেষ্টার ফলে তা হয়েছে। তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। সিরাজী ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি।

এরপর সকাল সাড়ে দশটায় তাঁর মরদেহ আজিমপুর কবরস্থানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে। 

প্রসঙ্গত, বাংলা একাডেমির মহাপরিচালক, কবি হাবীবুল্লাহ সিরাজী গতকাল (২৪মে) রাত ১১টায় রাজধানীর শ্যামলিতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেন।

২০১৮ সালের ২০ ডিসেম্বর তিন বছরের জন্য বাংলা একাডেমির মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান হাবীবুল্লাহ সিরাজী।১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ফরিদপুর জিলা স্কুল থেকে মাধ্যমিক, ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, বাংলাদেশ প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে উচ্চ শিক্ষা লাভ করেন।

প্রকৌশলী নন কবি হিসেবে আপামর জনগণের কাছে তিনি অধিক সমাদৃত। কবির উল্লেখযোগ্য বই হলো—কবিরাজ বিল্ডিংয়ের ছাদ, স্বপ্নহীনতার পক্ষে, সিংহদরজা, ছিন্নভিন্ন অপরাহ্ন, সারিবদ্ধ জ্যোৎস্না, সুগন্ধ ময়ূর লো, নির্বাচিত কবিতা, একা ও করুণা, মিশ্রমিল, বি ডি মিস্ত্রি ফেসবুক, সুবাসিত রক্তের গম্বুজ, শ্রেষ্ঠ কবিতা, কবিতা সংগ্রহ ১, কবিতা সংগ্রহ ২; কাব্যগ্রন্থ "ঈহা"। 

৩৩টি কাব্যগ্রন্থ, ১০টি ছড়ার সংকলনসহ তিনি লিখেছেন দুটি উপন্যাস, অসংখ্য প্রবন্ধ।

হাবীবুল্লাহ সিরাজী একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বিষ্ণু দে পুরস্কারসহ দেশি-বিদেশি নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence