শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ক্যাম্পাসে ক্যাম্পাসে মানববন্ধন আজ

২৩ মে ২০২১, ১১:৫৯ PM
থাকা শিক্ষপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে কর্মসূচি

থাকা শিক্ষপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে কর্মসূচি © প্রতীকী ছবি

করোনার সংক্রমণের কারণে এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকা শিক্ষপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার দাবিতে আজ সোমবার (২৪ মে) সারাদেশে একযোগে মানববন্ধনের ডাক দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব সামনে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এছাড়াও দেশের বিভিন্ন জেলা-উপজেলা এবং কলেজ-বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একযোগে এ কর্মসূচি পালিত হবে। ‘অবিলম্বে সকল বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে’ ফেসবুক গ্রুপের পক্ষ থেকে এ কর্মসূচি আহবান করা হয়েছে।

আয়োজকরা জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী (সাহেব বাজার, জিরো পয়েন্ট), ইসলামী বিশ্ববিদ্যালয়, বশেমুরপ্রবি (গোপালগঞ্জ), ভৈরব (দুর্জয় মোড় বাসস্টপ), রংপুর (প্রেসক্লাব), বরিশাল (বিশ্ববিদ্যালয় প্রধান ফটক), চুয়াডাঙ্গা (চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণ), ধামরাই (প্রেসক্লাব চত্বর), চট্টগ্রাম- এসব এলাকায় কর্মসূচি পালনে সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে।

এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় (গোল চত্বর), টাঙ্গাইল (নিরালা মোড়, শহীদ মিনার), জামালপুর (প্রেসক্লাব), ময়মনসিংহ (প্রেসক্লাব), খুলনা, গাজীপুর (চৌরাস্তা), হাজী দানেশ বিঞ্জান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, সিলেটেও একযোগে এ কর্মসূচি পালিত হবে।

গত মঙ্গলবার (১৮ মে) এ কর্মসূচি ঘোষণা করা হয়। গ্রুপ এডমিন ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী জিকে সাদিক বলেন, হল-ক্যাম্পাস খুলে শিক্ষা-কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে ২৪ মে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে, জেলা-উপজেলায় মানববন্ধন কর্মসূচি আহবান করা হয়েছে। একই দাবিতে এদিন সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, আগামী ২৯ মে পর্যন্ত দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করা থাকলেও চলমান সরকারি বিধি-নিষেধের (লকডাউন) সময়সীমা ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ৩০ মে পর্যন্তই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে। এরপর শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবে কিনা তা আগামীকাল মঙ্গলবার (২৫ মে) জানিয়ে দেওয়ার কথা বলছে শিক্ষা মন্ত্রণালয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর ওই বছর ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দফায় দফায় তা বাড়িয়ে আগামী ২৯ মে পর্যন্ত করা হয়েছে।

কর্ণফুলীতে শতাধিক বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিরসরাইয়ে এক সপ্তাহে ৭ স্থানে আগুন, রাত জেগে গ্রাম পাহারা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দুই প্রভাষক নিয়োগ দেবে ঢাবির মৎস্যবিজ্ঞান বিভাগ, আবেদন শেষ …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন বিএনপির এক ব্যবসায়ী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১১ দলীয় জোট বিজয়ী হলে এনআইডি কার্ডেই সকল সেবা নিশ্চিত হবে: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন গণঅধিকারের এমপি প্রার্থী
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬