উপার্জনের অবলম্বন ভ্যান উপহার পেল আহাজারি করা সেই আব্দুল্লাহ

২০ মে ২০২১, ০৭:৫০ PM
কান্নারত আব্দুল্লাহ সরদার

কান্নারত আব্দুল্লাহ সরদার © ফাইল ছবি

উপার্জনের একমাত্র সম্বল ভ্যান চুরি হওয়ায় বুকফাটা আহাজারি করা সেই আব্দুল্লাহ্ সরদারের (১৪) সহযোগিতায় এগিয়ে এসেছেন স্থানীয় সাংবাদিকরা। বৃহস্পতিবার (২০ মে) সকাল ১১টায় স্থানীয় সাংবাদিকরা মিলে ওই কিশোরের জন্য নতুন মোটরভ্যান তৈরির উদ্যোগ নিয়েছেন।

অভাবের তাড়নায় সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের বাবু সরদারের ছেলে আব্দুল্লাহ ভ্যান চালিয়ে সংসার চালিয়ে আসছে। গত সোমবার (১৭ মে) বেলা ১১টায় চুকনগর বাজারের সাউথ বাংলা ব্যাংকের সামনে থেকে তার মোটরভ্যানটি চুরি করে নিয়ে যায় দুই প্রতারক। এরপর রাস্তায় কান্নায় ভেঙে পড়ে আব্দুল্লাহ্। আর সেই  বুকফাটা কান্নার দৃশ্য ক্যামেরায় ধারণ করা হলে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ওই কিশোরের বাবা বাবু সরদার বলেন, ভ্যানটি আমার পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম। আমি মাঝেমধ্যে কৃষিকাজ করি। ছেলেটা মোটরভ্যানটি নিয়ে রোজগারের জন্য রাস্তায় নামে। এক ছেলে, এক মেয়ে, স্ত্রী ও মাকে নিয়ে আমার সংসার। ভ্যানটি চুরি হয়ে গেছে খবরটি শোনার পর আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। সাংবাদিক ভাইয়েরা আমাকে ও ছেলেকে সঙ্গে নিয়ে নতুন একটি ভ্যানের জন্য অর্ডার দিয়েছেন।

খুশিতে আত্মহারা আব্দুল্লাহ্ সরদার বলেন, ভ্যানটি চুরি করে নিয়ে যাওয়ার পর বুকফাটা কান্না এসেছিল। সেই কান্নায় মানুষের মন গলে যাবে আমি ভাবিনি। তবে এখন আমি খুশি।

খুলনার চুকনগরের দৈনিক আজকের তথ্যের সাংবাদিক লিটন গাজী জানান, ভাড়া চুক্তি করার পর ভ্যানচালক কিশোর ছেলেটাকে দুটো বস্তা কিনতে পাঠায় দুই প্রতারক। এরপর ভ্যানটি চুরি করে নিয়ে যায়। ছেলেটি রাস্তায় কান্নাকাটি শুরু করে। তার আহাজারি মানুষের হৃদয় ছুঁয়ে যায়।

তিনি বলেন, এরপর চুকনগরের স্থানীয় সাংবাদিকরা একত্রিত হয়ে নিজস্ব অর্থে ও হৃদয়বান মানুষের সহযোগিতায় ৪৫ হাজার টাকায় নতুন একটি ভ্যানের অর্ডার করা হয়েছে। মোটরভ্যান তৈরি করতে সময় লাগে। আগামী ১ জুনের মধ্যে আমরা ভ্যানটি আব্দুল্লাহ্ ও তার পরিবারের কাছে হস্তান্তর করবো।

রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬