রোজিনা অন্যায় করেছেন: স্বাস্থ্যমন্ত্রী

১৮ মে ২০২১, ০৩:২১ PM
রোজিনা ইসলাম

রোজিনা ইসলাম © ফাইল ফটো

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রথম আলোর সিনিয়র রিপোর্টার সরকারি নথি নিয়ে যাচ্ছিলেন, তিনি অন্যায় করেছেন। মঙ্গলবার (১৮ মে) রাজধানীর শেরে বাংলা নগরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোজিনা অনুনতি ছাড়াই সরকারি নথি নিয়ে যাচ্ছিলেন, মোবাইলে ছবি তুলেছেন। অনুমতি ছাড়া তিনি ওই অফিসে প্রবেশ করেছেন। তিনি অন্যায় করেছেন। তার বিরুদ্ধে এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। পুরোনো কোনো কিছুর জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি।

রোজিনা ইসলামকে শারীরিক নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন, তাকে কোনোও নির্যাতন করা হয়নি। এটি মিথ্যা কথা। পুরো ঘটনাই অনাকাঙ্ক্ষিত। 

জাহিদ মালেক বলেন, একজন অতিরিক্ত সচিবের বিরুদ্ধে রোজিনাকে গলা চেপে ধরার বিষয়টি তদন্ত করে দেখা হবে। আমি ওই সচিবের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন, রোজিনা ইসলাম আমাদের উপর হামলা করেছেন। তাকে যখন বাধা দেয়া হয় তখন আমাকে চর মেরেছে, খামছি দিয়েছেন।

মন্ত্রী আরও বলেন, রোজিনাকে ছয়ঘন্টা আটকে রাখা হয়নি। ঘটনার সময় সেখানে পাঁচ-ছয়জন কর্মকর্তা ছিলেন। রোজিনা তাদের কোনো সহযোগিতাই করছিলেন না। ঘটনার মাত্র আধাঘণ্টার মধ্যে পুলিশ এসেছে। আমার আগে এই ঘটনা স্বরাষ্ট্রমন্ত্রী জেনেছেন।

আগুনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দগ্ধ ৪
  • ২৮ জানুয়ারি ২০২৬
জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা, আহত অন্তত ১০
  • ২৮ জানুয়ারি ২০২৬
মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের ভূত তাড়াবে— নারী জামায়াত কর্…
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘মানুষের সেবা করতে এসেছি, ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করতে নয়’
  • ২৮ জানুয়ারি ২০২৬
জামায়াত কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
  • ২৮ জানুয়ারি ২০২৬
হাবিবুল্লাহ বাহার কলেজের পিঠা উৎসবে কেউই আমন্ত্রিত ছিলেন না…
  • ২৮ জানুয়ারি ২০২৬