‘ইসরায়েল কি আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে’- প্রশ্ন তথ্যমন্ত্রীর

ড. হাছান মাহমুদ
ড. হাছান মাহমুদ  © ফাইল ফটো

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সামরিক বাহিনীর অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ প্রশ্ন তোলেছেন, ‘ইসরায়েল কি সকল আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে?’ এক টুইটার বার্তায় এই প্রশ্ন তোলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

হাছান মাহমুদ টুইটে বলেন, ‘রমজান মাসে, এমনকি পবিত্র ঈদুল ফিতরের দিনে এবং এরপরেও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংসতা অতীতের সকল বর্বরতাকে ছাড়িয়ে গেছে। এরপরও বড় দেশগুলোর কর্ণধার বিশ্বনেতাদের নীরবতা মর্মপীড়াদায়ক। ইসরায়েল কি সকল আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে?’

আরো পড়ুন আল্লাহর কাছে প্রার্থনায় ফিলিস্তিনে শান্তি চাইলেন তথ্যমন্ত্রী

এর আগে ঈদুল ফিতরের দিনেও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ফিলিস্তিনে মুসলমানদের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানান। ফিলিস্তিনে শান্তির জন্য মহান স্রষ্টার কাছে প্রার্থনার কথা উল্লেখ করেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ১০ মে থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত ৪২ জন শিশুসহ ১৫৩ জন ফিলিস্তিনি নিহত ও অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence