করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে: কাদের

১৫ মে ২০২১, ০৯:২০ PM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © ফাইল ফটো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গাদাগাদি করে চলাচলের কারণে দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

শনিবার (১৫ মে) নিজ বাসভবনে নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারে চেষ্টায় আপাতত করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে মনে হচ্ছে। তবে ঈদের আগে মানুষ যেভাবে বাড়িত গেছে, এখন কর্মস্থলে ফেরার সময়ও যদি এমন বাধ ভাঙা শ্রোত দেখা যায়, তাহলে করোনা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এ সময় তিনি স্বাস্থ্যবিধি মেনে পরবর্তী চলাচলের নির্দেশ৷ দেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল সাহেব হয়তো ভুলে গেছেন, যে ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর তারা আমাদের উপর কী নির্যাতনের স্টিমরোলার চালিয়েছিলেন। আমাদের নেতাকর্মীদের মা-বাবা মারা গেলেও তাদের জানাজায় অংশগ্রহণ করতে পারেননি। এমনকি ঈদের নামাজ পড়া অবস্থাতেও তাদের গ্রেফতার করা হয়েছিল।

অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
কর্মক্ষেত্রে মামা খালুর হিসাব নেব না: জামায়াত আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিএনপির হাতে দুদিনে ১৪টি নারী হেনস্তার ঘটনা, অভিযোগ ঢাবি ছা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নিজ জেলায় কর্মরত শিক্ষকদের বদলির সুযোগ নেই
  • ২৭ জানুয়ারি ২০২৬
১২ ফেব্রুয়ারি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠবেন: তারেক রহমান
  • ২৭ জানুয়ারি ২০২৬
টেরিটরি সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, বয়স ২০ হলেই আব…
  • ২৭ জানুয়ারি ২০২৬