দেশবিরোধী ষড়যন্ত্র করতেই খালেদাকে বিদেশ নিতে চায় বিএনপি

১১ মে ২০২১, ০৫:৫৮ PM
ড. হাছান মাহমুদ

ড. হাছান মাহমুদ © ফাইল ফটো

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশবিরোধী ষড়যন্ত্রের তৎপরতা বাড়াতেই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার নামে বিদেশে নিয়ে যেতে চাওয়া হচ্ছে।

মঙ্গলবার (১১ মে) প্রধানমন্ত্রী শেখা হাসিনার পক্ষ থেকে লীগের ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আওয়ামী মৎসজীবী লীগের পক্ষ থেকে রাজধানীর বঙ্গবন্ধু৷ অ্যাভিনিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি খালেদা জিয়াকে বিদেশ নিতে চায়। তবে তাদের উদ্দেশ্য চিকিৎসা নয়; বিএনপির পক্ষ থেকে দেশবিরোধী যে ষড়যন্ত্র করা হয় সেগুলো আরও তৎপর করতে তাকে বিদেশে নিয়ে যেতে চায়।

তিনি বলেন, খালেদা জিয়ার প্রকৃত জন্ম তারিখ কোনটি সেটা জনগন জানতে চায়। সামাজিক যোগাযোগমাধ্যমে আমিও দেখেছি বিএনপি চেয়ারপার্সনের করোনা পরীক্ষার রিপোর্টে তার জন্ম তারিখ ৮ মে ১৯৪৬ সাল দেয়া। আজ যখন সবই স্পষ্ট তখন মির্জা ফখরুল সাহেব সংবাদ সম্মেলন ডেকেছেন। নিশ্চয়ই তিনি সেখানে বলবেন যে এটি মিথ্যা।

মন্ত্রী আরও বলেন, খালেদা জিয়ার পাসপোর্টে তার জন্ম তারিখ একটা, স্কুল সার্টিফিকেটে আরেকটা, প্রধানমন্ত্রী হওয়ার পর দেখা গেল আরেকটা, এখন করোনা রিপোর্টেও তার জন্ম তারিখ ভিন্ন দেখা যাচ্ছে। আসলে তার জন্ম তারিখ কোনটা সেটা জনগন জানতে চায়।

আজ থেকে শুরু কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড
  • ২৬ জানুয়ারি ২০২৬
সোমবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট বন্ধ
  • ২৬ জানুয়ারি ২০২৬
হাজারো স্বপ্নবাজের আগমনে বর্ণিল সাজে সজ্জিত হাবিপ্রবি 
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৬ জানুয়ারি ২০২৬
দেড় শতাধিক শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
গননা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়া দিতে নেতাকর্মীদ…
  • ২৬ জানুয়ারি ২০২৬