মেয়ের বিয়ের যৌতুকের টাকা না দিতে পেরে বাবার আত্মহত্যা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মেয়ের বিয়ের যৌতুকের টাকা জোগাড় করতে না পেরে মো. জামাল নামে এক রিক্সাচালক আত্মহত্যা করেছেন। শুক্রবার (৯ এপ্রিল) রাতে চট্টড়্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ নং ওয়ার্ডের সিনার্জি বাগান এলাকায় জামিলের বাড়ি। তিনি শারিরীক প্রতিবন্ধী হলেও ব্যাটারিচালিত অটোরিক্সা চালিয়ে সংসারের খরচ বহন করছিলেন। দুই মাস আগে তার মেয়ের বিয়ে হয়। তবে যৌতুকের টাকা নিয়ে মেয়ের শশুরবাড়ির সাথে তাদের বনিবনা হচ্ছিল না। এ অবস্থায় মেয়ের সংসারে অশান্তি নেমে আসলে জামিল আত্মহত্যা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুমন বণিক বলেন, সম্প্রতি যৌতুকের টাকার জন্য জামিলের মেয়ের বাড়িতে ঝামেলা হচ্ছিল। এছাড়া তার বিরুদ্ধে আদালতে মামলা ছিল। সেখানেও টাকার দরকার ছিল। কোথাও টাকা না পেয়ে জামিল আত্মহত্যা করেছেন।


সর্বশেষ সংবাদ