‘অনেকে হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছেন না’

জাহিদ মালেক
জাহিদ মালেক  © ফাইল ফটো

করোনার ঊর্ধ্বগামীতার কারণে শংকা প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। অনেকে হাসপাতালে গিয়ে চিকিৎসা পাচ্ছেন না। রোগীর চাপ এতটাই বেশি হয়ে গেছে যে, হাসপাতালগুলোতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হিমশিম খেতে হচ্ছে।

বুধবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২১ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আয়োজনে এক ভার্চুয়াল মিটিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা হাসপাতালগুলোতে সাধারণ রোগীর সংখ্যা কমিয়ে করোনায় আক্রান্তদের চিকিৎসা দেয়ার চেষ্টা করছি। সাধারণ রোগীদের কষ্ট হচ্ছে। তবে এই মুহূর্তে করোনা রোগীদের নিয়ে ভাবা হচ্ছে। হাসপাতালগুলোতে বেডের সংখ্যা বাড়ানো হচ্ছে।

জাহিদ মালেক আরও বলেন, স্বাস্থ্য সেবা দিতে গিয়ে আমাদের চিকিৎসক এবং নার্সরা ক্লান্ত হয়ে পড়ছেন। এখন যদি আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারি, তাহলে হাসপাতালে রোগীদের জায়গা দেয়া সম্ভব হবে না।


সর্বশেষ সংবাদ