দেশে বীর মুক্তিযোদ্ধার সংখ্যা প্রায় দেড় লাখ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়  © লোগো

প্রথম পর্যায়ে দেশে বীর মুক্তিযোদ্ধার সংখ্যা এক লাখ ৪৭ হাজার ৫শ ৩৭ জন বলে ঘোষণা দেন মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক৷

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেল চারটায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা েবলেন তিনি।

তিনি বলেন, স্বাধীনতাবিরােধী শক্তি ৫০ বছরের মধ্যে ৩০ বছরই রাষ্টীয় ক্ষমতায় থাকায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করেছে। রাজাকার, আলবদর, আল শামসসহ স্বাধীনতাবিরােধীদের পুনর্বাসিত করেছে এবং অমুক্তিযােদ্ধাদের মুক্তিযােদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

আমরা যথাযথ প্রকৃয়ায় তৃণমূল হতে তদন্তের মাধ্যমে যাচাই-বাছাই করে বীর মুক্তিযযােদ্ধাদের তালিকা চূড়ান্তকরণের কাজ করছি। বীর মুক্তিযােদ্ধাদের চূড়ান্ত তালিকার প্রথম পর্যায় প্রকাশ করছি।


সর্বশেষ সংবাদ