৪১তম বিসিএস স্থগিত চেয়ে করা রিটের শুনানি আজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৬ মার্চ ২০২১, ১২:৪১ PM , আপডেট: ১৬ মার্চ ২০২১, ১২:৪১ PM
করোনা সংক্রমণের মধ্যে ঝুঁকি নিয়ে পরীক্ষায় অংশ নিতে চান না ৪১তম বিসিএস পরীক্ষার্থীরা। করোনা টিকা দিয়ে এবং হল খোলার পর পরীক্ষায় বসতে চান তারা। এজন্য ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে হাইকোর্টে রিট করেছেন তারা।
বিষয়টি চাকরিপ্রার্থীদের সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে আজ মঙ্গলবার (১৬ মার্চ) এ রিটের শুনানি হবে বলে তারা জানিয়েছেন।
এর আগে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী ১৯ মার্চ অনুষ্ঠেয় ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারনের দাবিতে মানববন্ধন করেন পরীক্ষার্থীরা। রাজধানীর শাহবাগ মোড়ে এ মানববন্ধন করা হয়। ফেসবুকে ইভেন্ট খুলে এবং নানাভাবে প্রচারণা চালিয়ে এ কর্মসূচি পালন করেন চাকরিপ্রার্থীরা।
এছাড়া গত রবিবার (১৪ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে তারা এ পরীক্ষা পেছানোর দাবি জানান। এসময় পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণে প্রধানমন্ত্রী ও সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেন তারা।