পদত্যাগপত্র দিলেন যুক্তরাষ্ট্রে বসে চাকরি করা সেই শিক্ষিকা

তানিয়া রহমান
তানিয়া রহমান  © ফাইল ফটো

পদত্যাগপত্র জমা দিয়েছেন আমেরিকায় থেকে বাংলাদেশে চাকরি করা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তানিয়া রহমান। গতকাল বুধবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা শিক্ষা অফিসে তার নামে পদত্যাগ পত্র জমা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর হোসেন। তানিয়া রহমান মির্জাপুর পৌরসভার ২৬ নম্বর বাওয়ার কুমারজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৩ জুলাই থেকে ব্যক্তিগত সমস্যা দেখিয়ে স্কুল থেকে তিন মাসের ছুটি নেন। ছুটি নিয়ে তিনি একই বছরের ২ জুলাই সপরিবারে আমেরিকায় চলে যান। তার পর থেকে স্কুলের সঙ্গে তানিয়া রহমানের কোনো যোগাযোগ নেই। উপজেলা শিক্ষা অফিস থেকে একাধিকবার এ ব্যাপারে কৈফিয়ত চেয়ে তার ঠিকানায় পত্র পাঠালেও কেউ তা গ্রহণ করেননি বলে উপজেলা শিক্ষা অফিস সূত্র জানিয়েছে।

সর্বশেষ তানিয়া রহমানের ঠিকানায় ২৩ জুলাই ২০২০ তারিখে কৈফিয়ত চেয়ে পত্র পাঠায় উপজেলা শিক্ষা অফিস। ওই পত্রটিও কেউ গ্রহণ করেনি বলে জানা গেছে।

মির্জাপুর উপজেলা শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেন বলেন, সহকারী শিক্ষক তানিয়া রহমান তিন মাসের ছুটি নিয়ে আমেরিকা চলে যান। দীর্ঘ দেড় বছর পর প্রশাসন ব্যবস্থা নেওয়ার আগেই তিনি তার চাকরি থেকে ইস্তফা দিয়েছেন।


সর্বশেষ সংবাদ