‘কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে প্রত্যেককে ডোপ টেস্ট করা হবে’

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © ফাইল ফটো

দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীদের ভর্তির আগে ডোপ টেস্ট ব্যবস্থা চালু করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রীর।

মন্ত্রী বলেন, শুধু কলেজ-বিশ্বদ্যিালয়ের ভর্তির ক্ষেত্রে নয় সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগেও ডোপ টেস্ট করা হবে, সেটা বিসিএস হলেও। এমনকি যারা চাকরিতে আছেন তাদের বিরুদ্ধে মাদক গ্রহণের অভিযোগ পাওয়া গেলে ডোপ টেস্ট করা হবে।

এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, চাকরিতে যারা আছেন তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে কেবল তাদের ডোপ টেস্ট হবে। গড় হারে করা হবে না, সবার তো গড় হারে করা সম্ভব না।


সর্বশেষ সংবাদ