তরুণ প্রজন্ম ম্যারাথনের মাধ্যমে সুস্থ থাকবে: শিক্ষামন্ত্রী

০৬ ফেব্রুয়ারি ২০২১, ০২:২৩ PM
 শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ উদ্বোধন করা হয়েছে। চাঁদপুর জেলার আট উপজেলার আট হাজার নারী-পুরুষ এতে অংশগ্রহণ করবেন। আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর স্টেডিয়ামে টেলি কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানোর জন্যই দেশব্যাপী ম্যারাথনের আয়োজন করা হয়েছে।’ এসময় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, তরুণ প্রজন্ম ম্যারাথনের মাধ্যমে সুস্থ থাকবে। ম্যারাথনের জন্য নির্ধারিত অ্যাপে সবাইকে নিবন্ধন করার আহবান জানান তিনি।

সেনাবাহিনীর ৪৪ পদাতিক ব্রিগেড এবং জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুরে এ ম্যারাথন চলবে আগামী ৭ মার্চ পর্যন্ত। জেলার আট উপজেলায় একযোগে এ ম্যারাথন শুরু হচ্ছে। আজ উদ্বোধনী ম্যারাথনে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য, আনসার-ভিডিপিসহ সহস্রাধিক মানুষ অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বক্তব্য দেন কুমিল্লা সেনানিবাসের ৩ বীর অধিনায়ক লে. কর্নেল মো. খায়রুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুর রহিম, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ।

৭ম গণবিজ্ঞপ্তিতে ১০২৭ জনের রোল ব্লক করেছে এনটিআরসিএ
  • ২৭ জানুয়ারি ২০২৬
কুয়েট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য জরুরি নির্দেশনা
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারে হামলা, প্রথমবারের মতো মহাসমাবেশের ঘোষণা ম…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনী গণসংযোগে ছাত্রদলের বাধার পর রাস্তায় বসে পড়লেন নাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল এনটিআর…
  • ২৭ জানুয়ারি ২০২৬
সিঙ্গার বাংলাদেশ নিয়োগ দেবে সেলস কোঅর্ডিনেটর, আবেদন স্নাতক …
  • ২৭ জানুয়ারি ২০২৬