বিশ্বের শীর্ষ ১০০ নারীর তালিকায় বাংলাদেশের রিনা ও রিমা

২৪ নভেম্বর ২০২০, ১২:৩৪ PM
 রিনা আক্তার ও রিমা সুলতানা রিমু

রিনা আক্তার ও রিমা সুলতানা রিমু © সংগৃহীত

চলতি বছরের শীর্ষ ১০০ অনুপ্রেরণাদায়ী ও প্রভবাশালী নারীর তালিকা প্রকাশ করেছে বিবিসি। এতে স্থান করে নিয়েছেন বাংলাদেশের রিনা আক্তার ও রিমা সুলতানা রিমু। তালিকার ছয় নম্বরে রয়েছেন রিনা আক্তারের। করোনা মহামারির সময় যৌনকর্মীদের ঘরে খাবার পৌঁছে দিয়েছেন তিনি। তিনি ও তার সহযোগীরা প্রতি সপ্তাহে প্রায় ৪০০ খাবার পৌঁছে দিয়েছেন যৌনকর্মীদের ঘরে।

একসময় যৌনকর্মী হিসেবে কাজ করা রিনা আক্তার বলেন, ‘মানুষ আমাদের অবজ্ঞা করে। কিন্তু আমরা পেটের দায়ে এ কাজ করি। চেষ্টা করছি যেন এ পেশার নারীরা অভুক্ত না থাকে। তাদের সন্তানদের এই পেশায় যেন আসতে না হয়।’

তালিকার ৮৫ নম্বরে রয়েছে ইয়ং ওমেন লিডার ফর পিসের সদস্য রিমা সুলতানা রিমুর। কক্সবাজারের বাসিন্দা রিমা রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে মানবিক কার্যক্রম করছেন। তিনি রোহিঙ্গা নারী ও শিশুদের জন্য ন্যূনতম শিক্ষা, যেমন- স্বাক্ষরজ্ঞান, সংখ্যাজ্ঞান নিশ্চিত করতে ক্লাস করান।

এছাড়া দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের চার জন, পাকিস্তানের দু’জন, আফগানিস্তানের দু’জন এবং নেপালের একজন নারী রয়েছেন তালিকায়। বিবিসি এ তালিকা তৈরির জন্য নিজস্ব টিম ও বিভিন্ন ভাষার নেটওয়ার্ক টিমের সমন্বয়ে নামের শর্ট লিস্ট করে। সেখানে প্রধান্য পায় বছরের আলোচিত বা গুরুত্বপূর্ণ শিরোনাম তৈরি করেছেন যারা।

খবরে না আসা নারীরাও বাদ যান না। তাদের গুরুত্বপূর্ণ এবং অনুপ্রেরণামূলক কাজগুলো তুলে ধরে এ তালিকা তৈরি করে বিবিসি। চলতি বছরের থিম ছিল ‘পরিবর্তনে নেতৃত্বদানকারী নারী’। শর্ট লিস্ট থেকে চূড়ান্তভাবে ১০০ জনের তালিকা তৈরি করা হয়েছে।

চাঁদা না পেয়ে কলেজ শিক্ষককে মারধর, বিএনপি কর্মী আটক
  • ৩০ জানুয়ারি ২০২৬
মৃত্যু নিয়ে লাইভ: যুবদল নেতার বহিষ্কার নিয়ে যা জানা গেল
  • ৩০ জানুয়ারি ২০২৬
আসামের 'মিঞাঁ মুসলমানদের' বাংলাদেশে গিয়ে ভোট দিতে বললেন মু…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে যুক্তরাজ্যের নাগরিকেরা, ১৫…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে সাবস্ক্রিপশন পরীক্ষায় যা…
  • ৩০ জানুয়ারি ২০২৬
পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা
  • ৩০ জানুয়ারি ২০২৬