যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের নির্বাচন থেকে যা শিখতে বললেন সিইসি

নির্বাচন কেন্দ্র পরিদর্শনে সিইসি কে এম নুরুল হুদা
নির্বাচন কেন্দ্র পরিদর্শনে সিইসি কে এম নুরুল হুদা  © সংগৃহীত

আমাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে যুক্তরাষ্ট্রের উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, তাদের ভোট গণনা করতে লাগে চার থেকে পাঁচ দিন, আর আমাদের ৩/৪ মিনিটেই শেষ হয়ে যায়। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) উত্তরার আইইএস স্কুল কেন্দ্রে নিজে ভোট দেওয়া শেষে এ কথা বলেন সিইসি।

তিনি বলেন, ‘এই জিনিসটা আমেরিকায় নেই। তাদের ২৫০ বছরের গণতান্ত্রিক অভিজ্ঞতায় এটা অ্যাড্রেস করতে পারে নাই। তাদের কাছে অবশ্যই আমাদের শিক্ষণীয় আছে। আমাদেরও আছে, তাদেরও আছে, জনগণেরও আছে, সাংবাদিকদেরও আছে।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ভোট ভালোভাবে হচ্ছে। ঢাকা-১৮ আসনের নির্বাচনে বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেনের অভিযোগ সঠিক নয়, ভোট ভালো হচ্ছে। কোনো কোনো কেন্দ্রে বিএনপি নিজেই এজেন্ট দেয়নি বলে দাবি করেন তিনি। এসময় ইভিএমে ভোটার উপস্থিতি কম থাকার কারণ জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, বিষয়টি সঠিকভাবে বলা যাচ্ছে না।

এর আগে, বিএনপি প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন, কেন্দ্র থেকে আওয়ামী লীগের লোকজন বিএনপির পোলিং এজেন্টদের মারধর করে বের করে দিচ্ছেন। ভয়ভীতি দেখাচ্ছেন ভোটারদের। এসব কাজে সহযোগিতা করছে পুলিশ। আজ সকাল সাড়ে ৯টায় মালেকা বানু উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে তিনি এসব কথা বলেন।


সর্বশেষ সংবাদ