দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি: সবার জন্য রেশন চায় বাসদ

২৩ অক্টোবর ২০২০, ০৩:৩০ PM
বাসদের মানববন্ধন

বাসদের মানববন্ধন © সংগৃহীত

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের সব নাগরিকের জন্য রেশন ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে বাসদ (মার্কসবাদী) ঢাকা নগর শাখা। শুক্রবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান করোনা মহামারির মধ্যে একের পর এক দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। অথচ সরকারের পক্ষ থেকে দ্রব্যমূল্য রোধ করার কোনও পদক্ষেপ দেখা যাচ্ছে না। বর্তমানে চাল, আলু, সবজিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের অবস্থা শোচনীয়।

তারা আরও বলেন, বিশ্ব এখনও মহামারির মধ্যে আছে। এ অবস্থায় বহু মানুষ কাজ হারিয়েছে। জীবন-জীবিকার এ অনিশ্চয়তার মধ্যে দিন দিন বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। বর্তমান পরিস্থিতিতে তারা টিসিবি’র বিক্রয়কেন্দ্র বৃদ্ধি, সবার জন্য রেশন ব্যবস্থা ও টিসিবিকে কার্যকর করার দাবি জানান।

নেতারা বলেন, ‘সবচেয়ে কম দামের চালের দাম বৃদ্ধি হয়েছে কেজি প্রতি ১৫ টাকা। এ অবস্থায় জনগণ কীভাবে বাঁচবে? জনগণের জন্য খাবার নিশ্চিত করতে সবার জন্য রেশন জরুরি। নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি প্রয়োজন।’

সমাবেশে উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) ঢাকা নগর শাখার ইনচার্জ নাঈমা খালেদ মনিকা, বাসদ নেত্রী সীমা দত্ত, মাসুদ রানা প্রমুখ।

ভারতে বিশ্বকাপ আয়োজনে শঙ্কা, ভেন্যু বদলের গুঞ্জন
  • ৩১ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন শেষ ৭ ফেব্রুয়…
  • ৩১ জানুয়ারি ২০২৬
এমনও নেতা আছেন ঘুম থেকে উঠেই চাঁদাবাজি শুরু করেন: নাসীরুদ্দ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
চৌদ্দগ্রামে জামায়াত-শিবির নেতাকর্মীদের উপর হামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘হ্যাঁ’ ভোটেই রাষ্ট্রে জবাবদিহিতা আসবে—বাকৃবি উপাচার্য
  • ৩১ জানুয়ারি ২০২৬
উৎসব ভাতার পর এবার বকেয়া বেতন নিয়ে সুখবর দিল মাউশি
  • ৩১ জানুয়ারি ২০২৬