চাকরি জাতীয়করণের দাবিতে প্রাথমিকের দপ্তরি কাম প্রহরীদের পথযাত্রা

দপ্তরীদের কর্মসূচী
দপ্তরীদের কর্মসূচী  © ফাইল ফটো

প্রাথমিকের ২৭ হাজার ৮৪৫ দপ্তরির পদ জাতীয়করণের দাবিতে পথযাত্রা কর্মসূচি পালন করেছেন দপ্তরি কাম প্রহরীরা। রোববার (১৮ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এ পদযাত্রা শুরু হয়।

সংগঠনের আহ্বায়ক খলিলুর রহমান জানান, চাকরি জাতীয়করণের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে তারা এ পদযাত্রা কর্মসূচি পালন করছেন।

দপ্তরি কাম প্রহরী পদ সৃষ্টির প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর পরও কেন এ পদযাত্রা কর্মসূচি জানতে চাইলে খলিলুর রহমান বলেন, ‘কিছু দিন আগেও যখন প্রস্তাবনা জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়েছিল সেটা ফেরত এসেছে। আসলে আমরা যে আউটসোর্সিংয়ে নেই সে কথাটি প্রস্তাবনায় থাকা উচিত ছিল। তা না করা হলে আবারও ফেরত আসবে। আমাদের কর্মঘণ্টা মীমাংসিত বিষয় তারপরও সেটা সমাধান করা হয়নি।’

‘উচ্চ আদালত বলেছেন, প্রয়োজন হলে দপ্তরি এবং প্রহরী আলাদাভাবে পদ সৃষ্টি করতে পারেন। বিষয়টি সমাধান করা হচ্ছে না, তাই প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্যই পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছি।’


সর্বশেষ সংবাদ