শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের ভিসা এখনই চালু হচ্ছে না

১৫ অক্টোবর ২০২০, ১২:৩২ AM
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম © ফাইল ফটো

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, করোনাভাইরাস পরিস্থিতির কারণে এখনই শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের ভিসা চালু হচ্ছে না। ভিসা চালু হতে আরও সময় লাগবে। তবে বিষয়টি নিয়ে ক্লোজলি আলোচনা অব্যাহত থাকবে।

বুধবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকে এসব আলোচনা ছাড়াও রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বৈঠকে বাংলাদেশের কোভিড পরিস্থিতির মোকাবিলার প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে কোভিড-পরবর্তী সময়ে অর্থনীতিতে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেন যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান আগে ভ্যাকসিন উৎপাদন করলে বাংলাদেশ যেন আগে পায় সেই সহায়তা করা করা হবে। বাংলাদেশের সমুদ্রসীমায় জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আমন্ত্রণ জানানো হয় বৈঠকে। পরে নৈশভোজে অংশ নেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী

শাহরিয়ার আলম জানান, রোহিঙ্গাদের স্থায়ী প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার আশ্বস্ত করছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং মিয়ানমারের নির্বাচনের পর মিয়ানমারের মানবাধিকার নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী।

আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬