হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ অক্টোবর ২০২০, ১২:৩৫ AM , আপডেট: ১১ অক্টোবর ২০২০, ১২:৩৫ AM
রাজধানীতে হঠাৎকরেই মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার (১০ অক্টোবর) রাত ১১টা ৩৮ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক চার। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদফতরের এক কর্মকর্তা বলেন, মূল কম্পন ভারতে অনুভূত হয়েছে। উৎপত্তিস্থল ছিল দেশটির মইরাং নামক স্থান। বাংলাদেশ থেকে স্থানটি ৪০৫ কিলোমিটার দূরে। তবে বাংলাদেশে কম্পন অনুভূত হয়েছে মাত্র ১৫ সেকেন্ড।
এর আগে গত ২৫ মে সর্বশেষ বাংলাদেশে ভূমিকম্প অনূভুত হয়। মাত্রা ছিল পাঁচ দশমিক এক। এর উৎপত্তিস্থলও ছিল ভারতে। গত কয়েকদিন ধরেই ভারতে মৃদু ভূমিকম্প হচ্ছে।