আধিপত্যবাদীদের খুশি করতে স্মৃতিস্তম্ভ ভাঙা হয়েছে: জাফরুল্লাহ

  © ফাইল ফটো

আধিপত্যবাদীদের খুশি করতে বুয়েট ছাত্র আবরার ফাহাদ স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, যাদের খুশি করার জন্য বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, সেই আধিপত্যবাদীরা এখনও সক্রিয়। তাদেরকে খুশি করার জন্যই আবরারের স্মৃতিস্তম্ভটি ভাঙা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনা পৈশাচিক। আওয়ামী লীগ ও ছাত্রলীগ তাদের আগের চরিত্র থেকে বেরিয়ে আসতে পারেনি। শিক্ষাঙ্গনকে মেধাশূন্য করতে সক্রিয়দের চিহ্নিত করে শাস্তির আওতায় আনারও দাবি জানান তিনি।

এক বছর আগে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতাকর্মীর নির্যাতনে প্রাণ হারান আবরার। তার মৃত্যুর প্রথম বার্ষিকীতে গত মঙ্গলবার বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা পলাশী মোড়ে আগ্রাসনবিরোধী আট স্তম্ভ নির্মাণ করেন। পরে বুধবার সন্ধ্যায় বুলডোজার দিয়ে এটি ভেঙে ফেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। অনুমোদন না নিয়ে স্থাপনা নির্মাণ করায় ঢাকা সিটি করপোরেশন এটি ভেঙে ফেলেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রথম দফায় ভাঙার পর দ্বিতীয় দফায় আবরার ফাহাদ স্মরণে বাঁশ দিয়ে স্মৃতিস্তম্ভ নির্মাণ করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। সেটিও ভেঙে দিয়েছে পুলিশ। দ্বিতীয় দফায় নির্মিত স্মৃতিস্তম্ভ আজ বৃহস্পতিবার ভেঙে দেয় হয়েছে বলে জানা গেছে।

ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ছাত্র অধিকার পরিষদের নেতা আখতার হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, যতবার আবারের স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলা হবে আমরা তত বাড়ই এটি নির্মাণ করবো। কারো আগ্রাসন ও শিক্ষাঙ্গনে সন্ত্রাস এদেশের ছাত্র-জনতা মেনে নেবে না। জেলায় জেলায় আবরারের স্মৃতিস্তম্ভ নির্মাণের কথাও জানান তিনি।


সর্বশেষ সংবাদ