শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণের তালিকায় শীর্ষে বাংলাদেশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২০, ১০:১২ PM , আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২০, ১০:১২ PM
জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সর্বাধিক সৈন্য প্রেরণ করে পৃথিবীতে শীর্ষস্থান অর্জন করেছে বাংলাদেশ। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে ৬ হাজার ৭৩১ জন বাংলাদেশি সৈন্য শান্তিরক্ষী হিসেবে কাজ করছেন। এতে বাংলাদেশ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে প্রথম স্থান অধিকার করেছে।
বাংলাদেশ তিন দশকেরও বেশি সময় ধরে জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে অংশ নিয়ে বিশ্বে শান্তি রক্ষায় অবদান রেখে চলেছে।
এর আগে ২০১৭ সালে এ তালিকায় তৃতীয় স্থানে ছিল বাংলাদেশ। ১৯৮৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ৪০টি দেশে ৫৮টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে মোট ৬,৭৭২ জন সৈন্য পাঠানো হয়েছে। এই মিশনে দক্ষিণ এশিয়ার সৈন্য সংখ্যা বরাবরই বেশি ছিল।