ফ্রিতে বিটিভি দেখছে ভারত: তথ্যমন্ত্রী

০২ সেপ্টেম্বর ২০২০, ০৪:৩৩ PM
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ © ফাইল ফটো

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বহু বছরের আলাপ আলোচনার পর গত বছর থেকে প্রথমবারের মতো আমাদের বিটিভি পুরো ভারতবর্ষে ফ্রি ডিসের মাধ্যমে দেখা যাচ্ছে। একইসাথে বাংলাদেশ বেতারের অনুষ্ঠানমালাও সেখানে সম্প্রচার হচ্ছে।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশের বিদায়ী সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশের ঢাকা অবস্থানকালে আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। বহু বছর ধরে যেসব সমস্যা নিয়ে আলাপ আলোচনা চললেও আগে জট খোলেনি। সমস্ত জট খুলে এগুলো সমাধান করতে আমরা সক্ষম হয়েছি।

তথ্যমন্ত্রী জানান, ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর ওপর একটি বায়োপিক নির্মিত হচ্ছে। কোভিডের কারণে এর কাজ আপাতত বন্ধ আছে; তবে খুব সহসাই কাজ শুরু হবে। আমরা খুব সহসা দু’দেশের যৌথ প্রযোজনায় মুক্তিযুদ্ধের ওপর একটি ডকুমেন্টরি ফিল্মও শুরু করবো।

এসময় সদ্যপ্রয়াত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করেন ও তার প্রয়াণে আবারো গভীর শোক জানান। মন্ত্রী বলেন, ভারতের পাশাপাশি আজ বাংলাদেশেও প্রণব মুখার্জির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক চলছে।

মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে: প্রেস সচিব
  • ০১ জানুয়ারি ২০২৬
নববর্ষের রাতে সুইজারল্যান্ডের বার বিস্ফোরণে নিহত ৪০
  • ০১ জানুয়ারি ২০২৬
তাসনিম জারার দেশ ও বিদেশের বার্ষিক আয় কত?
  • ০১ জানুয়ারি ২০২৬
রায়েরবাজারে বেওয়ারিশ হিসেবে সমাহিত আট জুলাই যোদ্ধার পরিচয় শ…
  • ০১ জানুয়ারি ২০২৬
নতুন আরেকটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন
  • ০১ জানুয়ারি ২০২৬
এক বছরের আয়ের উৎস জানালেন হান্নান মাসউদ
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!