করোনা: বাংলাদেশকে আরও সহায়তা প্রদান করল যুক্তরাষ্ট্র

  © ফাইল ফটো

বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) সরবরাহ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

আজ বৃহস্পতিবার মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চতুর্থ দফায় এই পিপিই বাংলাদেশে সরবরাহ করা হয়েছে।

করোনা মোকাবিলায় বাংলাদেশে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তার অংশ হিসেবে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার এবং যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ডের দূতাবাসের প্রতিনিধিরা পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদের সাথে সম্প্রতি সাক্ষাত করেন।

যুক্তরাষ্ট্র এ পর্যন্ত পররাষ্ট্র দপ্তর এবং ইউএসএইডর মাধ্যমে করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে ৪৩.৪ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে।


সর্বশেষ সংবাদ