পূর্ব রাজাবাজার আরও ৭ দিন লকডাউন

  © ফাইল ফটো

করোনা ভাইরাস পরিস্থিতিতে রাজধানী ঢাকার পূর্ব রাজাবাজার এলাকায় ভাইরাস বিস্তার রোধে চলমান লকডাউনের মেয়াদ আরও সাতদিন বাড়িয়ে ২১ দিন নির্ধারণ করা হয়েছে। সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় ২১ দিন লকডাউন রাখার নিয়ম আছে জানিয়ে লকডাউন বাড়ানো হয়েছে বলে জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর পূর্ব রাজাবাজারে সংক্রামক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

এ সময় তিনি বলেন, রাজধানীর অন্য এলাকায় লকডাউনে আমরা মোটামুটি প্রস্তুত। তবে সে জন্য লাগবে স্বাস্থ্য অধিদপ্তর ম্যাপিং। ম্যাপিং পাওয়ার পর লকডাউন করার জন্য ৪৮-৭২ ঘণ্টা সময় লাগবে।

এসময় সংক্রামক বর্জ্য আলাদাভাবে সংরক্ষণের আহবান জানিয়ে মেয়র বলেন, সাধারণ বর্জ্যের সাথে কেউ সংক্রামক বর্জ্য রাখলে ৭ জুলাই থেকে ওই বাড়ি থেকে বর্জ্য নেবে না উত্তর সিটি করপোরেশন।

এর আগে গত ০৯ জুন থেকে পরীক্ষামূলকভাবে লকডাউন করা হয় পূর্ব রাজাবাজার। ওই এলাকায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত রোগী বেশি হওয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

 

 


সর্বশেষ সংবাদ