জুনে করোনার ভয়ংকর রূপ, মোট মৃত্যুর ৩৩ শতাংশই প্রথম ৯ দিনে

০৯ জুন ২০২০, ০৬:০৭ PM

© ফাইল ফটো

বাংলাদেশে দিন দিন ভয়ংকর রূপ নিচ্ছে নভেল করোনাভাইরাস। প্রায় প্রতিদিনই সংক্রমিত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আজ মঙ্গলবার (৯ জুন) একদিনে সর্বোচ্চ নমুনা পরীক্ষায় রেকর্ডসংখ্যক নতুন শনাক্ত এবং মৃত্যু তথ্য পাওয়া গেছে। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৪৫ জনের মৃত্যুৃ হয়েছে। যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে করোনায় ৯৭৫ জন মারা গেছেন। আর একই সময়ে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৭১ জন। যা একদিনে সর্বোচ্চ। আর এ পর্যন্ত মোট শনাক্ত হলো ৭০ হাজার ৬৭৫ জন।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনন্সিটটিউটের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম ৯ দিনে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৩২৫ জন। যা মোট মৃত্যৃুর ৩৩ দশমিক ৩৩ শতাংশ। অর্থাৎ করোনায় সর্বমোট মারা যাওয়াদের মধ্যে ৩৩ দশমিক ৩৩ শতাংশই চলতি মাসের প্রথম ৯ দিনে মারা গেছেন।

আইইডিসিআর এর তথ্যনুযায়ী, গত ৯ দিনে মৃতদের মধ্যে ১৭৯ জনের বয়স ৫১ থেকে ৭০ বছর। ৯৩ জনের বয়স ছিল ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। এছাড়া ৮৬ জনের বয়স ছিল ৬১ থেকে ৭০ বছরের মধ্যে।

প্রসঙ্গত, করোনার বিস্তার রোধে দুই মাসেরও বেশি সময় সাধারণ ছুটি শেষে জীবন ও জীবিকার তাগিদে সীমিত পরিসরে সরকার অফিস-আদালত ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিয়েছে। ফলে সংক্রমণ ও মৃত্যুর ঝুঁকি বেড়েই চলেছে। সংক্রমণ ও মৃত্যু প্রতিরোধে সরকার বিভিন্ন অঞ্চলকে রেড, ইয়েলো এবং গ্রিন এ তিন ভাগে ভাগ করে লকডাউন শুরু করছে । স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশা করছেন ঠিকমতো লকডাউন করা গেলে সংক্রমণ ঠেকানো সম্ভব হবে।

প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে বিএনপির গোপন বৈঠক
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের যোগ্যতায় কড়াকড়ি, নির্দিষ্ট অভিজ্ঞ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে যে ভূমিকায় থাকছে আইনশৃঙ্খলা বাহিনী
  • ৩১ জানুয়ারি ২০২৬
পদ্মায় গোসলে নেমে নিখোঁজ মেরিনের শিক্ষার্থী
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় ব্যতিক্রমী উপহার পেলেন মির্জা ফখরুল
  • ৩১ জানুয়ারি ২০২৬
রোববার ইশতেহার ঘোষণা করছে না জামায়াত, জানা গেল নতুন তারিখ
  • ৩১ জানুয়ারি ২০২৬