জাতিসংঘ শান্তিরক্ষা পুরস্কার পেয়েছেন নৌবাহিনীর ১১০ সদস্য

  © সংগৃহীত

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লেবাননের বৈরুতে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর ১১০ জন সদস্য শান্তিরক্ষা পুরস্কারে ভূষিত হয়েছেন। আজ সোমবার (৮ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত বুধবার (৩ জুন) বৈরুতে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এ মেডেল তুলে দেওয়া হয়। লেবাননে জাতিসংঘের মেরিটাইম টাস্কফোর্স (এমটিএফ) কমান্ডার রিয়ার অ্যাডমিরাল সার্জিও রেনাটো বার্না সালগুইরিনহো বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বিজয়ের কর্মকর্তা ও নাবিকদের শান্তিরক্ষা মিশনের কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ এই মেডেল তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমান্ডার রিয়ার অ্যাডমিরাল সার্জিও রেনাটো বার্না সালগুইরিনহো। এছাড়াও উপস্থিত ছিলেন লেবানিজ নৌবাহিনীর কমান্ডার-ইন-চিফ সিনিয়র ক্যাপ্টেন হাইসাম দাননাউই।

প্রসঙ্গত, বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীরা সফলতার সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে জাতিসংঘের ইউনিফিল মিশনে সেবা দিয়ে আসছেন।


সর্বশেষ সংবাদ