আজ পবিত্র লাইলাতুল কদর

২০ মে ২০২০, ০৯:৫৫ AM

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আজ ২৬ রমজানের দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। যা হাজার মাসের চেয়ে উত্তম রাত। একে বলা হয়, মহিমান্বিত শবেকদর। এ রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে। এ রাতের মহিমা বর্ণনা করা হয়েছে কোরআন শরিফে ‘আল-কদর’ সূরায়। মুসলিম উম্মাহর কাছে শবেকদর অত্যন্ত মর্যাদা ও বরকতময় একটি রাত।

প্রাণঘাতী ভাইরাস করোনার মহামারীকালে এবার ধর্মপ্রাণ মুসলমানদের জীবনে এসেছে এ কদরের পবিত্র রাত। বরকতময় এ রাতে অন্যবারের মতো মসজিদ, খানকায় নেওয়া হয়নি বিশেষ কোনো উদ্যোগ। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে চলমান তারাবিহ নামাজ শেষে বিশেষ দোয়া হবে মসজিদে মসজিদে। ধর্মপ্রাণ মুসল্লিরা নফল ইবাদত, কোরআন তিলাওয়াত ও জিকির-আসকারের মধ্যদিয়ে মহান আল্লাহর দরবারে গুনাহ মাফের জন্য প্রার্থনা করে রাতটি অতিবাহিত করবেন। মহান আল্লাহ পবিত্র কোরআনের সূরা কদরে ঘোষণা দেন, ‘নিশ্চয়ই ইহা অবতীর্ণ করেছি মহিমান্বিত রাতে’।

এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ জানান, শবেকদর উদ্যাপনের বিষয়ে নতুন করে কোনো নির্দেশনা নেই। শর্ত সাপেক্ষে মসজিদগুলো যথারীতি খোলা থাকছে। এ ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

হাদিসে বর্ণিত হয়েছে, ২০ রমজানের পর যে কোনো বিজোড় রাতে শবে কদর হতে পারে। তবে সাধারণভাবে ২৬ রমজানের দিবাগত রাতেই লাইলাতুল কদর আসে বলে মশহুর আলেমদের অভিমত। এ রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়।

শবেকদর উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সরকারি ছুটি থাকবে। এ উপলক্ষে দৈনিক পত্রিকাগুলো বিশেষ নিবন্ধ প্রকাশ করবে। বিটিভিসহ বেসরকারি টেলিভিশন ও বেতারে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হবে।

ভেনেজুয়েলায় দুর্ধর্ষ অভিযানে প্রেসিডেন্টকে আটক করা ‘ডেল্টা …
  • ০৪ জানুয়ারি ২০২৬
ফেনী-১ খালেদা জিয়ার আসনে বৈধ প্রার্থী ৬
  • ০৪ জানুয়ারি ২০২৬
চলতি বছরের এসএসসি পরীক্ষা কবে?
  • ০৪ জানুয়ারি ২০২৬
শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত ঢা‌বি সাদা দ‌লের
  • ০৪ জানুয়ারি ২০২৬
‘জঙ্গলের নেকড়ের জন্য কোনো আইন নেই’, কী কারণে বললেন মির্জা গ…
  • ০৪ জানুয়ারি ২০২৬
বৈষম্যবিরোধী আন্দোলনের সেই নেতা মাহদী হাসানের জামিন
  • ০৪ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!