সংসদ সদস্যের ডিমের গোডাউন থেকে ১৪ লক্ষাধিক টাকা চুরি

  © সংগৃহীত

যশোরের শার্শার সংসদ সদস্যের ডিমের গোডাউনে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার (১৬ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শার্শার নাভারনের আফিল পোল্টি ফার্মের গোডাউন ইনচার্য আক্তারুজ্জামান জানান, শনিবার গভীর রাতে কোন এক সময় পিছনের জানালার গ্রীল কেটে চোরেরা এ চুরি সংঘটিত করেছে। এ সময় অফিস রুমের ক্যাশে থাকা ১৪ লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে যায়।

তিনি আরো জানান, সকাল ৯টায় অফিস খুলেই তারা বিষয়টি জানতে পারে। পরে শার্শা থানা পুলিশকে জানানো হয়।এ খবর শুনে উপজেলা আওয়ামীলেিগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শার্শা থানা পুলিশের ইনচার্য বদরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয়রা জানান, শার্শার নাভারন বাজারে গত ২ বছর যাবদ বিভিন্ন অফিস ও দোকানে চুরি সংগঠিত হয়ে আসছে। চুরির সাথে জড়িতরা চিহ্নিত হলেও অজানা কারনে রেহায় পেয়ে যাচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, নাভারনের কাজিরবেড় গ্রামের এক চোর সিন্ডিকেট নাভারন বাজার সহ আশেপাশের চুরির ঘটনায় জড়িত রয়েছে। এর আগেও বড় বড় চুরির ঘটনায় তারা আটক হয়েছে।


সর্বশেষ সংবাদ