ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস বাংলার ৮ ফ্লাইট

১৭ এপ্রিল ২০২০, ০৪:৪২ PM

© ফাইল ফটো

ভারতে আটকে পড়া অন্তত এক হাজার বাংলাদেশিদের দেশে ফেরত আনতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

শুক্রবার (১৭ এপ্রিল) এক বিবৃতিতে ইউএস-বাংলা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

করোনাভাইরাসের কারণে ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে আগামী ২০ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত মোট ৬টি বিশেষ ফ্লাইটে চেন্নাই থেকে ঢাকা এবং ২১ ও ২৩ এপ্রিল দুটি ফ্লাইট কলকাতা থেকে ঢাকায় পরিচালিত হবে। দুটি রুটেই ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে।

বিবৃতিতে ইউএস-বাংলা জানায়, ২০ থেকে ২৫ এপ্রিল প্রতিদিন (৬ দিন) চেন্নাই থেকে বিএস-২১০ ফ্লাইট স্থানীয় সময় বেলা ১২.১৫ মিনিটে রওনা দিয়ে দুপুর ৩টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। আর ২১ এপ্রিল এবং ২৩ এপ্রিল (২ দিন) কলকাতা থেকে বিএস-৩৩২ ফ্লাইট স্থানীয় সময় বেলা ১১.৩০ মিনিটে রওনা দিয়ে দুপুর ১টায় ঢাকা পৌঁছাবে।

এক মাসের বেশি সময় ভারতের বিভিন্ন অঞ্চলে আটকে আছে সহস্রাধিক বাংলাদেশি। আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা দেশে ফিরে আসতে পারছিল না, এ অবস্থায় বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যস্থতায় বাংলাদেশি যাত্রীদের ফিরিয়ে আনতে ইউএস- বাংলা এয়ারলাইন্স এগিয়ে এসেছে বলে জানানো হয়।
এই ফ্লাইটগুলোর টিকিট পেতে যাত্রী অবশ্যই বাংলাদেশি হতে হবে। অন্যদেশের নাগরিক এসব ফ্লাইটে আসার অনুমতি পাবেন না।

আচরণবিধি ভঙ্গ: বিএনপি মনোনীত প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমা…
  • ০৫ জানুয়ারি ২০২৬
জাবির হল থেকে ২১ বোতল বিদেশি মদসহ ছাত্রদল কর্মী আটক
  • ০৪ জানুয়ারি ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান 
  • ০৪ জানুয়ারি ২০২৬
‘তারেক রহমানে বাসার সামনে থেকে আটক ব্যক্তি র‍্যাব সদস্য নয়’
  • ০৪ জানুয়ারি ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটে প্রথম হলেন যারা
  • ০৪ জানুয়ারি ২০২৬
সর্বোচ্চ নম্বর পেয়ে ঢাবির ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটে মানবিক শা…
  • ০৪ জানুয়ারি ২০২৬