শিক্ষার সঙ্গে কাজের সুযোগ সৃষ্টি করছে সরকার: শিক্ষা উপমন্ত্রী

০৫ জানুয়ারি ২০২০, ১০:২৫ PM
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল © ফাইল ফটো

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, উচ্চ শিক্ষা অর্জনের পাশাপাশি জীবিকার জন্য হাতে কলমে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে। কারণ বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উচ্চশিক্ষার পাশাপাশি কাজের সুযোগ সৃষ্টি করছেন।

রবিবার (০৫ জানুয়ারি) নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নাজিমউদ্দিন ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপমন্ত্রী বলেন, উজ্জ্বল ভবিষ্যৎ এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার প্রযুক্তিকে সহজলভ্য করেছে। যার সুবিধা গ্রহণ করে শিক্ষার্থীরা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমানের পরিচালনায় ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরজু রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার, সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান, অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম প্রমুখ।

আজ থেকে শুরু কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড
  • ২৬ জানুয়ারি ২০২৬
সোমবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট বন্ধ
  • ২৬ জানুয়ারি ২০২৬
হাজারো স্বপ্নবাজের আগমনে বর্ণিল সাজে সজ্জিত হাবিপ্রবি 
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৬ জানুয়ারি ২০২৬
দেড় শতাধিক শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
গননা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়া দিতে নেতাকর্মীদ…
  • ২৬ জানুয়ারি ২০২৬