নারীদের বিপিএল চান রুমানা

  © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয়তা পাওয়ায় গত বছর থেকে মেয়েদের আইপিএল শুরু করেছে বিসিসিআই। বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল) এখন জনপ্রিয়তার তুঙ্গে তাই বাংলাদেশেও মেয়ে ক্রিকেটারদের জন্য এমন একটা টুর্নামেন্ট চান বাংলাদেশ নারী দলের অলরাউন্ডার রুমানা আহমেদ।

মেয়েদের বিপিএল আয়োজন করতে বোর্ডের প্রতি আহ্বান জানিয়ে রুমানা বলেন, আমাদের আগে বলা হতো যে মেয়ে নেই, মেয়েদের দল গঠন করার সুযোগ নেই। এবারও আমরা প্রিমিয়ার লিগে ১২টা দল নিয়ে খেলেছি, এখান থেকে ভালো করে ভেঙে ৪টা দল করা যায়। আমার আহ্বান থাকবে যারা আমাদের অফিসিয়াল আছেন, খুব শিগগিরই তারা যেন এটা নিয়ে ভাবেন।

মেয়েদের টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ভারতের অবস্থান এখন পাঁচ নম্বরে। রুমানার বিশ্বাস এমন একটি টুর্নামেন্ট আয়োজন করতে পারলে বাংলাদেশও র‌্যাঙ্কিংয়ে উন্নতি করতে পারবে।

রুমানা আরও বলেন, গত বছর আমরা ভারতকে দেখেছি যে ওরা তিনটা দল নিয়ে টুর্নামেন্ট খেলেছে। এ বছর ওরা আটটি দল নিয়ে শুরু করবে, ওদের লক্ষ্য আস্তে আস্তে বড় হচ্ছে। এগুলো যদি আমরা ছোট ছোট করে শুরু করতে পারি, তাহলে আমরাও একটা র‌্যাঙ্কিংয়ে যেতে পারি।