সাত মাসে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ১০৫২৮ জন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ জুলাই ২০১৯, ১০:৫৩ AM , আপডেট: ২৮ জুলাই ২০১৯, ১০:৫৩ AM
চলতি বছরের প্রথম সাত মাসেই দেশে রেকর্ডসংখ্যক ১০ হাজার ৫২৮ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। সে হিসেবে ১৮ বছরের মধ্যে এবারই সবচেয়ে বেশি মানুষ এ রোগে আক্রান্ত হয়েছেন।
প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৬৮৩ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এক দিনের হিসেবে এই সংখ্যা সর্বোচ্চ। এছাড়া গত ১০ বছরে দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৯ গুণ বেড়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০০৮ সালে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক হাজার ১৫৩ জন। তবে ওই বছর েকেউ মারা যায়নি। গত বছর আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ১৪৮জন। প্রাণ গেছে ২৬ জনের।
এছাড়া গত বছরের জুনে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ২৯৫ জন, সেখানে চলতি বছরের জুনে এ সংখ্যা প্রায় পাঁচ গুণ বেড়ে এক হাজার ৭৫৩ জনে দাড়িয়েছে। আর গত বছরের জুলাইয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯৪৬ জন। সেখানে এ বছর জুলাইয়ে আক্রান্ত হয়েছেন সাত হাজার ৫১৩ জন।