রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের ভুল পদক্ষেপের কথা বললেন মোমেন
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২০ জুন ২০১৯, ০৫:৫৭ PM , আপডেট: ২০ জুন ২০১৯, ০৬:৩১ PM
রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ ভুল পদক্ষেপ নিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেন, সংস্থাটির উচিত বাংলাদেশের চেয়ে মিয়ানমারকে দিকে বেশি নজর দেয়া।
বৃহস্পতিবার রাজধানীর ডিক্যাব আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
তিনি আরো বলেন, মিয়ানমারকে জবাবদিহিতার আওতায় আনা না গেলে জেনেভা কনভেশন গুরুত্ব হারাবে। এ সময় ড. একে আব্দুল মোমেন বলেন, অবশ্যই জাতিসংঘের পদ্ধতিগত ভুল ছিল। এই ঘটনা তো একদিনে হয়নি। জাতিসংঘ এই বিষয়ে সজাগ হয়নি। তারা এই বিষয়ে গোপন রেখেছে। তার জন্যে তারা নিশ্চয় দায়ী।
তিনি আরো বলেন, ঘটনা ঘটে যাওয়ার পর তারা বক্তব্য দিয়েছে। কিন্তু সেই বক্তব্যগুলো শুধু বাংলাদেশকেন্দ্রিক। অথচ মিয়ানমারের রাখাইন প্রদেশে অবস্থা ভয়াবহ। সেই বিষয়ে তাদের বক্তব্য নেই। সেখানে তাদের অবস্থান দুর্বল।