দলজুড়ে বোনাস ঘোষণা রাজশাহীর © সংগৃহীত
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ধারাবাহিক পারফরম্যান্সে নিজেদের শক্ত অবস্থান জানান দিচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স। চার ম্যাচে তিনটি জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে দলটি। সর্বশেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে রোমাঞ্চকর জয় পাওয়ার পর পুরো দলকে উৎসাহিত করতে বিশেষ বোনাস ঘোষণা করেছে রাজশাহী কর্তৃপক্ষ।
শুক্রবার (২ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুরের বিপক্ষে অসাধারণ জয়ের স্বীকৃতি হিসেবে রাজশাহী ওয়ারিয়র্সের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফ—সবাইকে ১৫ হাজার টাকা করে বোনাস দেওয়া হবে।
এদিকে ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আলাদা পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে। ম্যাচসেরা রিপন মন্ডলকে দেওয়া হবে এক লাখ টাকা। পাশাপাশি গুরুত্বপূর্ণ অবদানের জন্য এস এম মেহরব হাসান ও সাহিবজাদা ফারহান পাচ্ছেন ৫০ হাজার টাকা করে বোনাস।
দিনের দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে গড়ানো এই লড়াইয়ে নাটকীয় জয় পায় রাজশাহী। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে তারা। জবাবে রংপুরও ৬ উইকেট হারিয়ে সমান ১৫৯ রান করলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে রংপুর মাত্র ৬ রান তুলতে সক্ষম হয়। এরপর লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র তিন বলেই জয় নিশ্চিত করে রাজশাহী ওয়ারিয়র্স। এই জয়ের মাধ্যমে আত্মবিশ্বাস আরও বেড়েছে রাজশাহীর শিবিরে, আর বোনাস ঘোষণায় দলের ভেতরের উদ্দীপনাও নতুন মাত্রা পেয়েছে।