বড়দিনে খ্রিস্টান ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ AM
খ্রিস্টান ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

খ্রিস্টান ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময় © সংগৃহীত

বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত অনুষ্ঠানে তিনি খ্রিস্টান ধর্মীয় নেতাদের সঙ্গে বড়দিনের আনন্দ ভাগাভাগি করেন।

অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বাংলাদেশের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ন্যাশনাল ক্রিশ্চিয়ান ফেলোশিপ অব বাংলাদেশের সভাপতি বিশপ ফিলিপ পি অধিকারী, খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ড. বেনেডিক্ট আলো ডি রোজারিও, জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশের সভাপতি খ্রিস্টোফার অধিকারীসহ খ্রিস্টান সম্প্রদায়ের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বক্তব্যে খ্রিস্টান নেতারা বিশ্বজুড়ে প্রফেসর মুহাম্মদ ইউনূসের সুনাম এবং দেশের অর্থনীতি ও সার্বিক পরিস্থিতি উন্নয়নে তার ভূমিকার প্রশংসা করেন। তারা প্রধান উপদেষ্টার নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ তার বক্তব্যে যিশু খ্রিস্টকে সার্বজনীন মানবতার প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, ক্ষমা ও মানবসেবার আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষ এবার বড়দিন উদযাপন করছে। তিনি প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশ পুনর্গঠনে জনগণ তার ওপর যে আস্থা রেখেছে, তিনি তা নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন। একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে সেই প্রচেষ্টা সফল হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত সবাইকে বড়দিন ও আসন্ন নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ধর্মীয় নেতারা সমাজের প্রতিচ্ছবি এবং তাদের মাধ্যমে সমাজের অবস্থা বোঝা যায়। একটি সুস্থ ও মানবিক সমাজ গড়ে তুলতেই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে জুলাই সনদ প্রস্তুত করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

প্রধান উপদেষ্টা জানান, আসন্ন সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে। গণভোটে জনগণের রায়ের ভিত্তিতেই পরবর্তী সময়ে সংসদ সংস্কার কার্যক্রম গ্রহণ করবে। এ সময় নির্বাচন ও গণভোট বিষয়ে জনগণকে সচেতন করতে ধর্মীয় নেতাদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে বড়দিন উপলক্ষে আড়াই কোটি টাকা অনুদান দেওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান ট্রাস্টের নেতারা। তারা জানান, দেশব্যাপী ৮০০টি চার্চের মধ্যে তিন ধাপে এই অনুদান বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানের শেষপর্বে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে কেক কাটেন প্রধান উপদেষ্টা।

চৌদ্দগ্রামে জামায়াতের ৩ নির্বাচনী অফিসে আগুন, ডা. তাহেরের ন…
  • ১৯ জানুয়ারি ২০২৬
খুলনায় এনসিপি নেতা পরিচয়ে ২০ লক্ষ টাকা দাবি, ৩ জন আটক
  • ১৯ জানুয়ারি ২০২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ দেবে ৯ বিভাগে, আবেদন…
  • ১৯ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে র‌্যাবের ওপর গুলিবর্ষণ, এক কর্মকর্তা নিহত, গুরুত…
  • ১৯ জানুয়ারি ২০২৬
শিক্ষক-কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশনা মন্ত্রণালয়ের
  • ১৯ জানুয়ারি ২০২৬
চ্যাটজিপিটির মাধ্যমে পরীক্ষা, রুয়েটের ৯ শিক্ষার্থী বহিষ্কার
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9