মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচী ‘অদম্য ফুড ব্যাংকের’

২১ মে ২০১৯, ০৮:১৬ PM
ইফতার বিতরণ করছেন সংগঠনটির নেতৃবৃন্দ

ইফতার বিতরণ করছেন সংগঠনটির নেতৃবৃন্দ

মাসব্যাপী ইফতার বিতরণ করে কর্মসূচী পালিত হচ্ছে ‘অদম্য ফুড ব্যাংকের’। পথশিশু কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এ ফুড ব্যাংক দেশের নয়টি স্থানে নিজের বিভিন্ন শাখায় এ কার্যক্রম পরিচালনা করে আসছে। পরিসংখ্যান বলছে, সংগঠনটির প্রচেষ্টায় প্রতি বছর সুবিধা বঞ্চিত প্রায় ১০ হাজার মানুষের হাতে ইফতার সামগ্রী পৌঁছে থাকে।

জানা যায়, পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের সেচ্ছাসেবীরা অন্যের থেকে বেঁচে যাওয়া খাবার সংগ্রহ করে এবং সংগঠনের নিজেদের উদ্যোগে সংগ্রহ করা খাবার সুবিধা বঞ্চিত, পথশিশু ও অসহায় মানুষের মাঝে পৌঁছে দিয়ে থাকেন। এছাড়া সংগঠনটি দীর্ঘদিন যাবৎ পথশিশু কল্যাণ ফাউন্ডেশন পথশিশুদের শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করে আসছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা নাজমুল হাসান রাসেল জানান সমাজের অবহেলিত, বঞ্চিত অসহায় শিশুদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। এছাড়াও রমজান মাসে এসব মানুষ গুলো নিয়ে আমাদের ইফতার আয়োজন তো আছেই। বিভিন্ন সময় আমরা তাদের শিক্ষা উপকরণসহ নানা শিক্ষা সামগ্রী দিয়ে সহায়তা করার চেষ্টা করছি।

তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের অভিভাবক। পথশিশুরা বোঝা নয়, কিন্তু তারাও দেশের সম্পদ। তাদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারলে তারাও সমাজ এগিয়ে নিতে ভুমিকা রাখবে। সুবিধাবঞ্চিত এই পথশিশুদের আলোর পথে নিয়ে আসতে সমাজের সকলের প্রতি আহ্বান জানান তিনি।

সংসদ নির্বাচনে সবচেয়ে কম ও বেশি ভোট পড়েছিল কবে?
  • ২৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশ্লেষণ আমাদের অনুপ্র…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার আবেদন জামায়াতের
  • ২৯ জানুয়ারি ২০২৬
আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান, রাবিতে লাল কার্ড দেখাল ছাত্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
ডিআইইউসাসের ‘নীতি সংলাপে’ অতিথি হচ্ছেন প্রেস সচিব শফিকুল আলম
  • ২৯ জানুয়ারি ২০২৬
ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত ২০
  • ২৯ জানুয়ারি ২০২৬