মেট্রো লাইনের কাজ

বাড্ডা-রামপুরা সড়কে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ

৩১ অক্টোবর ২০২৫, ১০:১১ AM , আপডেট: ৩১ অক্টোবর ২০২৫, ১০:১৪ AM
বাড্ডা-রামপুরা সড়কে যানজট হওয়ার শঙ্কা

বাড্ডা-রামপুরা সড়কে যানজট হওয়ার শঙ্কা © সংগৃহীত

রাজধানীর বাড্ডা-রামপুরার প্রগতি সরণিতে আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল এমআরটি লাইন-১ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টায় থেকে এই কাজ শুরু হয়।

মেট্রো লাইনের কাজ শুরু হওয়া দিনভর যানবাহনের চাপে থাকা এ সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হতে পারে। এ রুটের জনসাধারণ ও যানবাহনচালকদের যথেষ্ট সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

ডিএমটিসিএলের তথ্য অনুযায়ী, মেট্রোরেলের কিছু অংশ উপরে এবং কিছু অংশ মাটির নিচ দিয়ে যাবে। পাতাল অংশের মধ্যে রয়েছে বিমানবন্দর, খিলক্ষেত, বাড্ডা, রামপুরা, মালিবাগ, রাজারবাগ ও কমলাপুর। এ রুটের বিদ্যমান সড়কের নিচ দিয়ে পাতাল রেলপথ নির্মাণ করা হবে, যার বেশির ভাগ অংশ মাটির ১০ থেকে ৩০ মিটার নিচ দিয়ে যাবে। সবচেয়ে গভীর অংশ হবে মালিবাগ-রাজারবাগের মধ্যবর্তী এলাকা, যেখানে ট্রেন চলবে ৭০ মিটার নিচ দিয়ে।

এমআরটি লাইন-১ এর মোট দৈর্ঘ্য ১০.২৪১ কিলোমিটার এবং এর নির্মাণ খরচ প্রাক্কলন করা হয়েছে ৫২,৫৬১ কোটি টাকা, যার সিংহভাগ অর্থাৎ ৩৯,৪৫০ কোটি টাকা ঋণ হিসেবে দিচ্ছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। দেশের যোগাযোগ অবকাঠামো খাতে এটিই সবচেয়ে বড় প্রকল্প হিসেবে ধরা হচ্ছে। লাইনটি দুটি অংশে বিভক্ত: বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ‘বিমানবন্দর রুট’ এবং নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত ‘পূর্বাচল রুট’।

বিমানবন্দর রুটের দৈর্ঘ্য ১৯.৮৭২ কিলোমিটার, যা দেশের প্রথম পাতাল বা আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল হিসেবে নির্মিত হবে। এই রুটে মোট ১২টি পাতাল স্টেশন থাকবে: বিমানবন্দর, বিমানবন্দর টার্মিনাল-৩, খিলক্ষেত, যমুনা ফিউচার পার্ক, নতুন বাজার, উত্তর বাড্ডা, বাড্ডা, হাতিরঝিল পূর্ব, রামপুরা, মালিবাগ, রাজারবাগ ও কমলাপুর।

পূর্বাচল রুটের দৈর্ঘ্য ১১.৩৬৯ কিলোমিটার, যা সম্পূর্ণ উড়াল রেলপথ হবে। এই রুটে মোট ৯টি স্টেশন থাকবে।

ডিএমটিসিএল জানিয়েছে, চলমান নির্মাণকাজ চলাকালীন বাড্ডা-রামপুরা সড়কে যানজট এড়াতে এবং যাত্রী ও যানবাহনচালকদের নিরাপদ যাত্রার জন্য সময় বেশি নিয়ে বের হওয়ার অনুরোধ করা হচ্ছে।

ভিন্ন ধর্মের প্রেম মেনে নেয়নি পরিবার, প্রেমিক-প্রেমিকার আত্…
  • ১৫ জানুয়ারি ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবি উপেক্ষিত, জাতীয় বেতন কমিশন থেকে…
  • ১৫ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
  • ১৫ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের শূন্যপদের তালিকা পা…
  • ১৫ জানুয়ারি ২০২৬
ইসলামী আন্দোলন নিয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্য না করার আহবান জামা…
  • ১৫ জানুয়ারি ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, কর্মস্থল ঢাকা
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9