প্রধানমন্ত্রী তাহাজ্জুদ পড়েন, তাঁর দোয়ায় ক্ষতি করতে পারেনি ফণি

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন পুণ্যবতী নারী। তিনি তাহাজ্জুদ নামাজ আদায় করেন। সকালে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মকাণ্ড শুরু করেন। মহান আল্লাহ-তায়ালা তার দোয়া কবুল করেছেন বলেই প্রাকৃতিক ঘূর্ণিঝড় ফণি বাংলাদেশে তেমন ক্ষতি সাধন করতে পারেনি।’

রোববার সাতক্ষীরা সদরে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। সকালে ধুলিহর ইউনিয়ন পরিষদ চত্বরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের উপস্থিত ত্রাণ বিতরণ করা হয়।

এসময় মন্ত্রী  বলেন, শেখ হাসিনা মানব দরদি। ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের যেন কোনো সমস্যা না হয় সেজন্য আমাদেরকে পাঠিয়েছেন। আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনা যতদিন দেশের ক্ষমতায় আছে ততদিন বাংলার অসহায় গরিব দুঃখী মানুষ কষ্ট পাবে না। ক্ষতিগ্রস্ত মানুষ ত্রাণ চায় না। তারা দুর্যোগ মোকাবিলায় মজবুত বেড়িবাঁধ চায়। খুব শিগগিরই জেলার সব বেড়িবাঁধ মেরামত করা হবে। দুর্যোগ মোকাবিলায় জেলায় ১০০ সাইক্লোন শেল্টার নির্মাণ করা হবে। প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় সাতক্ষীরায় সাহসীকতার সঙ্গে খোঁজখবর নেয়া ও সার্বিক বিষয়ে মনিটরিং করায় এমপি ও জেলা প্রশাসককে আমি ধন্যবাদ জানাই।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এ সময় সদরের ধুলিহর ইউনিয়নের ২০০ জন অসহায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল, ৫০ জনকে শাড়ি ও ৫০ জনকে লুঙ্গি প্রদান করা হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence