সাত শিক্ষার্থী নিয়ে নৌকাডুবি: একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

০১ জুলাই ২০২৫, ০৭:৪০ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ০৭:৪১ PM
ব্রহ্মপুত্র নদের পাড়ে উৎসুক জনতার ভিড়

ব্রহ্মপুত্র নদের পাড়ে উৎসুক জনতার ভিড় © টিডিসি

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় নিখোঁজ রয়েছে আরও দুই শিক্ষার্থী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে গফরগাঁও উপজেলার দত্তেরবাজার কুঠুরিঘাট-সংলগ্ন ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া শিক্ষার্থীর নাম শাপলা আক্তার (১৪)। সে উপজেলার বিরই নদীর পাড় দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল ও  কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরআলগী গ্রামের বাসিন্দা মাঈন উদ্দিনের মেয়ে।

নিখোঁজ দুই শিক্ষার্থীর একজন জুবায়ের হোসেন (৭), তার বাবার নাম মমতাজ উদ্দিন। অপরজন আরিফ হোসেন (৭), তার বাবার নাম হাবিব মিয়া। তারাও একই মাদ্রাসার শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাত শিক্ষার্থী সকালে একটি ছোট নৌকায় পাকুন্দিয়ার চরআলগী এলাকা থেকে ব্রহ্মপুত্র নদ পার হয়ে গফরগাঁওয়ের বিরই এলাকায় মাদ্রাসায় যাচ্ছিল। কুঠুরিঘাট-সংলগ্ন নদীর প্রবল স্রোতের কারণে নৌকাটি উল্টে যায়। এ সময় মাঝিসহ চারজন শিক্ষার্থী সাঁতরে তীরে উঠলেও তিনজন নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করেন এবং কিছুক্ষণ পর শাপলার মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুন: স্কুল-কলেজে অনুপস্থিত শিক্ষকদের তালিকা চেয়েছে মাউশি

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের দলনেতা আমিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে বেলা ১১টা থেকে আমরা উদ্ধারকাজ শুরু করেছি। একজনের মরদেহ উদ্ধার হয়েছে, বাকি দুই শিশুকে উদ্ধারের চেষ্টা চলছে। তবে এতক্ষণ পানিতে থাকার পর তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ।’

গফরগাঁও পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন,  দুই শিশু এখনো নিখোঁজ রয়েছে। নদীতে ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।

জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬
আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি, ববির আছে অ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬