কানাডায় হ্রদে নৌকাডুবিতে প্রাণ গেল বাংলাদেশি পাইলট ও ব্যবসায়ীর

০৯ জুন ২০২৫, ১১:৪৩ AM , আপডেট: ১১ জুন ২০২৫, ১২:১৮ PM
বায়ে পাইলট সাইফুজ্জামান গুড্ডু ও ডানে টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লা হিল রাকিব

বায়ে পাইলট সাইফুজ্জামান গুড্ডু ও ডানে টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লা হিল রাকিব © সংগৃহীত

কানাডার অন্টারিও প্রদেশের একটি হ্রদে নৌকা ডুবে প্রাণ হারিয়েছেন বাংলাদেশ বিমানের পাইলট ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু ও বিজিএমইএ’র সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব। স্থানীয় সময় রবিবার (৮ জুন) অন্টারিওর লিনজি শহরের কাওয়ার্থা লেইকস অঞ্চলের একটি হ্রদে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সাইফুজ্জামান গুড্ডু তার স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে একদিন আগে, শনিবার (৭ জুন) ঢাকা থেকে টরন্টো পৌঁছান। পরদিন তারা লিনজি শহরের একটি কটেজে যান। দুপুরে সাইফুজ্জামান, রাকিব ও রাকিবের ছেলে একটি ছোট নৌকা নিয়ে হ্রদে ঘুরতে নামেন। এসময় তীরে দাঁড়িয়ে মোবাইলে ভিডিও করছিলেন সাইফুজ্জামানের স্ত্রী ও মেয়ে।

হঠাৎ করেই নৌকাটি উল্টে গেলে রাকিবের ছেলে সাঁতরে পাড়ে উঠতে পারলেও সাইফুজ্জামান ও রাকিব পানিতে ডুবে যান। পরে উদ্ধারকারীরা তাদের মরদেহ উদ্ধার করে।

অন্টারিও প্রাদেশিক পুলিশ জানায়, দুর্ঘটনার সময় নৌকায় থাকা তিনজনের শরীরেই কোনো লাইফ-জ্যাকেট ছিল না।

কানাডার মিসিসাগায় বসবাসরত নিহত ক্যাপ্টেন সাইফুজ্জামানের আত্মীয় ফাহমিদা টনি স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, গুড্ডু একজন অভিজ্ঞ ও দায়িত্বশীল পাইলট ছিলেন। এই মৃত্যু পুরো পরিবার ও বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি।

ট্যাগ: কানাডা
দীর্ঘ দুই দশক পর ফেনী যাচ্ছেন তারেক রহমান, নিরাপত্তায় সর্বো…
  • ২৫ জানুয়ারি ২০২৬
গভীর রাতে মিরপুর বস্তিতে আগুন, স্থানীয়দের চেষ্টায় নিয়ন্ত্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির প্রতিবাদে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ
  • ২৫ জানুয়ারি ২০২৬
কারা ফটকে স্ত্রী-সন্তানকে শেষ বিদায় জানালেন ছাত্রলীগ নেতা স…
  • ২৫ জানুয়ারি ২০২৬
৫৪ বছরে দেশের মর্যাদা অন্য দেশে বন্ধক রাখা হয়েছিল: ডা. শফি…
  • ২৫ জানুয়ারি ২০২৬
শিক্ষার্থীদের দিয়ে বিএনপির প্রচারণা, মাদরাসা শিক্ষককে জরিমা…
  • ২৫ জানুয়ারি ২০২৬